খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
খানসামায় শিশু অপহরণ, সন্দেহভাজন ৩ জন আটক
![অপহরণের শিকার শিশু আরিফুজ্জামান (৮) অপহরণের শিকার শিশু আরিফুজ্জামান (৮)](https://www.eyenews.news/media/imgAll/2021April/খানসামায়-অপহরণ-করে-মুক্তিপণ-দাবি-eyenews-2212041930.jpg)
অপহরণের শিকার শিশু আরিফুজ্জামান (৮)
দিনাজপুরের খানসামায় খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের ডাক্টারপাড়ায় প্রথম শ্রেণীর ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে অপহরণকারী। ঘটনায় জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে খানসামা পুলিশ।
অপহৃত শিশুটির নাম আরিফুজ্জামান (৮)। সে ওই এলাকার আতিউর রহমানের ছোট ছেলে।
গত শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এই অপহরণের ঘটনা ঘটে।
জানা গেছে, আরিফ নামের শিশুটিকে সবার অজান্তে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে শিশুর বাবার কাছে মোবাইলে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত এক ব্যক্তি।
অপহৃত আরিফুজ্জামানের বাবা আতিউর বলেন, আমরা বাপ-ছেলে সকালে রসুন রোপন করতে জমিতে যাই। মাঠে কাজ শেষে দুপুর বেলা নদীতে চারজন ছেলের সঙ্গে আমার ছেলে গোসল করতে যায়। গোসল শেষে জুম্মার নামাজ পড়তে যায়, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সে খেলাধুলা করতে বাইরে যায়। খেলাধুলা করে বাসায় না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নেই কিন্তু সেখানেও আমার সন্তানকে পাওয়া যায়নি।
খোঁজাখুঁজির মাঝেই সন্ধ্যা ৭টায় মোবাইলে আবারও অপহরণকারীর কল আসে জানিয়ে শিশুটির বাবা বলেন, ফোনে আমাকে বলে আপনার ছেলেকে আমি কিডন্যাপ করেছি। আপনার ছেলেকে যদি আপনি পেতে চান তাহলে কাল সকালে সৈয়দপুর বাস টার্মিনালে ১ লক্ষ টাকা নিয়ে আসবেন। টাকা নিয়ে আসলেই আপনার ছেলেকে আপনি পেয়ে যাবেন। এরপরই আমি সেই ফোন নাম্বারটি নিয়ে খানসামা থানা পুলিশের কাছে যাই এবং সেখানে একটি অভিযোগ করি।
অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতেই বিষয়টি তদন্তের জন্য শিশুটির পুলিশ এসে তদন্ত শুরু করে। পরে রাত ৯ টায় আবার ফোনে ওই নাম্বার থেকে ফোন আসলেও কোনরকম কথাবার্তা ছাড়াই ফোনটি কেটে যায় বলে জানান অপহৃত শিশুর অভিবাবক।
এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকা থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- একই এলাকার মালেকের ছেলে সরিফুল (২৪), গফুরউদ্দীন শাহ্পাড়ার ওবাইদুরের ছেলে শামিম (২২), ওই এলাকার রিয়াজুলের ছেলে শাহিনুর (২৫)।
এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন বলেন, আমাদের কার্যক্রম চলমান আছে, আমরা খুব শীঘ্রই প্রকৃত আসামীকে ধরব।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024