ইয়ানূর রহমান, যশোর
গণিকালয়ে চাঁদার জন্য পতিতাকে ছু রি কা ঘা ত
প্রতীকী ছবি
যশোর শহরের বাবু বাজারের গণিকালয়ে এক পতিতার কাছে চাঁদা দাবি করে না পেয়ে ছু রি কা ঘা তে র অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবককে অভিযুক্ত করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে মামলাটি করেন, শহরের বাবু বাজার পতিতালয়ের নূর ইসলাম ওরফে আলী হোসেনের স্ত্রী পান্না আক্তার।
মামলার একমাত্র আসামী যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের বর্তমানে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা শাহিন সিদ্দীর বাড়ির ভাড়াটিয়া মিজানের ছেলে শান্ত ইসলাম।
তবে এখন পর্যন্ত পুলিশ শান্ত ইসলামকে গ্রেফতার করতে পারেনি।
মামলার বাদী সূত্র জানিয়েছেন- আসামী শান্ত ইসলাম খারাপ প্রকৃতির লোক এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বাবু বাজার হাটখোলা রোড যশোর গণিকালয়ের রিনা ওরফে তানিয়ার (২৭) কাছে শান্ত ইসলাম প্রায় সময় এসে চাঁদা দাবি করতো। শান্ত ইসলামকে চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তানিয়াকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল শান্ত।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রিনা ওরফে তানিয়া বেগম পানি আনার জন্য গণিকালয় থেকে বের হয়ে আবাসিক হোটেল পলাশ হোটেলের সামনে গেলে সেখানে শান্ত ইসলাম তানিয়াকে পেয়ে পূর্বের ন্যায় চাঁদার টাকা দাবি করে।
তানিয়া চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধারালো চাকু দিয়ে তানিয়াকে হ ত্যা র উদ্দেশ্যে ডান পাশের কোমরের নিচে পরপর দু’টি আঘাত করে র ক্তা ক্ত জ খ ম করে। তানিয়া ডাক-চিৎকার দিলে আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করেন। এসময় হামলাকারী শান্ত সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে তানিয়াকে র ক্তা ক্ত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি কর হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাদীর করা মামলায় অভিযুক্ত শান্ত ইসলামকে আটক করতে পারেনি পুলিশ। এতে করে হামলার শিকার তানিয়া আবারও হামলার আশঙ্কায় নিরাপত্তাহীন বোধ করছেন।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ীর এসআই জাকির হোসেনের সাথে আলাপ করলে তিনি আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024