আইনিউজ ডেস্ক
ব্রাজিলের হারের জের ধরে সাভারে এক যুবক খু ন
![ছবি- সংগৃহীত ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/ব্রাজিলের-হার-নিয়ে-ঝগড়া-করে-১-জন-খুন-eyenews-2212101320.jpg)
ছবি- সংগৃহীত
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খু ন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
আজ (১০ ডিসেম্বর) রাতে ম্যাচ শেষে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় শুক্রবার গভীর রাতে খেলা শেষে এ ঘটনা ঘটে।
নিহত ২৬ বছর বয়সী মো. হাসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামে। তিনি সাভারে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় এক বাসিন্দার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রাতে বাসার সামনে শাখা সড়কের পাশে কিশোর ও যুবকরা একটি দোকানে খেলা দেখছিল। খেলায় ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিল হেরে যাওয়ায় দুই পক্ষের ছেলেপেলেদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে দুইজনকে ছু রি কা ঘা ত করে জ খ ম করা হয়। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে এক যুবক মারা যান।’
ঘটনার ব্যাপারে সাভার মডেল থানার এসআই সুদীপ বলেন, ‘খেলাকে কেন্দ্র করে ভিন্ন দলের সমর্থকদের কথা কাটাকটিতে হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করে। পরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আহত আরেকজনের খবর নিশ্চিত হতে পারিনি।
তিনি আরও বলেন, ‘যে মারা গেছেন সে কোন দলের সমর্থক সেটাও জানতে পারিনি। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় অভিযুক্তদের আটকে অভিযান চলছে, একই সঙ্গে একটি হ ত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সুদীপ।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024