ইয়ানূর রহমান, যশোর
আপডেট: ১৬:২৮, ১০ ডিসেম্বর ২০২২
যশোরে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন ৮ নারী
![পুরস্কারের ক্রেস্ট হাতে যশোরে নির্বাচিত ৮ জয়িতা নারী। ছবি- প্রতিনিধি পুরস্কারের ক্রেস্ট হাতে যশোরে নির্বাচিত ৮ জয়িতা নারী। ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/যশোরে-শ্রেষ্ঠ-জয়িতার-সম্মাননা-eyenews-2212101626.jpg)
পুরস্কারের ক্রেস্ট হাতে যশোরে নির্বাচিত ৮ জয়িতা নারী। ছবি- প্রতিনিধি
গতকাল ছিল নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্মবার্ষিকী ও ৯০ তম প্রয়াণ দিবস। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর এই মহীয়সী নারীর জন্ম। এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। শিক্ষা-দীক্ষা ও ক্ষমতায়নে নারী জাতিকে উদ্ধারে আমৃত্যু সংগ্রাম করেছেন তিনি।
রাষ্ট্র ও সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে যেসব নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, সরকার তাদের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ‘জয়িতা’র সম্মাননা দিয়ে আসছে।
গত শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতনপক্ষ ও রোকেয়া দিবসে আলোচনা সভা, ‘জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর যশোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ।
এর বাইরে আলোচনায় অংশ নেন জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান লাইজ্জুমানা ও জয়তীর পরিচালক অর্চনা বিশ্বাস।
এর আগে কোরআন থেকে তেলওয়াত করেন মহিলা অধিদপ্তর যশোরের প্রশিক্ষক রহিমা খাতুন এবং গীতা পাঠ করেন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার ছন্দা দত্ত।
যশোর শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আনিছুর রহমান। আলোচকরা বলেন, বেগম রোকেয়া বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে আমৃত্যু সংগ্রাম করেছেন। মহীয়সী এই নারীর জীবনাদর্শ ও শিক্ষার প্রসারে তার অবদান আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় এক অন্তহীন প্রেরণার উৎসব হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে যশোরে নির্বাচিত ৮ জন নারীর হাতে শ্রেষ্ঠ ‘জয়িতা’র ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হয়।
এবছর শ্রেষ্ঠ জয়িতা’র পুরস্কার পেয়েছেন, যশোর শহর বকচরের বাসিন্দা খাদিজা বেগম, উপশহরের ড. শাহানাজ পারভীন, চাঁচড়ার ফাহমিদা হোসেন ও শিল্পী খাতুন, শার্শার সাদিয়া ইসলাম ও জুলেখা খাতুন, অভয়নগরের হালিমা সুলতানা হিরা ও নওয়াপাড়ার সুলতানা আরেফা মিতা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024