রংপুর প্রতিনিধি
ইভিএমে ত্রুটি, ২ বার চেষ্টা করে ভোট দিলেন জাপার মোস্তফা
![ছবি- সংগৃহীত ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/ইভিএমে-ত্রুটি--রংপুর-সিটি-কর্পোরেশন-নির্বাচন-eyenews-2212271059.jpg)
ছবি- সংগৃহীত
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিকল হওয়ায় দুবারের চেষ্টায় ভোট দিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ভোট দিতে যান মোস্তফা। কেন্দ্রের ৪ নম্বর বুথে গিয়ে তিনি ফিরে আসেন বলে জানান।
পরে জাতীয় পার্টির এ প্রার্থী অভিযোগ করে বলেন, ‘ইভিএমে সমস্যার কারণে আমি নিজেই ভোট দিতে পারলাম না। আপনারা দেখেন, আমার হাতে কালি দেওয়া আছে, কিন্তু মেশিন নষ্ট।’ এ কেন্দ্রের দুটি মেশিন বিকল বলে দাবি করেন মোস্তফা। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দেবেন বলেও জানান তিনি।
মোস্তফা আরও বলেন, ‘আমি প্রার্থী হয়েও ভোট দিতে পারলাম না। এটি আপেক্ষের কথা। আমি অপেক্ষা করব। মেশিন ঠিক হলে ভোট দেব।’
পরে সকাল সোয়া ৯টার দিকে ভোট দেন মোস্তফা। এরপর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো খোঁজ নিতে পারিনি। এভাবে মেশিন নষ্ট হলে সমস্যা।’
আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মেয়র প্রার্থী মোস্তফার ভোট দেওয়ার সময় ইভিএমে ত্রুটি হয়েছিল একথা ঠিক, তবে এর কিছুক্ষণ পর ইভিএমের ত্রুটি দূর করা হয়। অবশেষে আধা ঘন্টা পর মেয়র প্রার্থী মোস্তফা ভোট দিয়েছেন।
এবার রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ৩৩টি ওয়ার্ডের দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ জন।
এবারের নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৬০ জন। এরমধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মেয়র পদে নয় প্রার্থী হলেন- জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।
এই নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ও সদ্য সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়ার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024