মো. আজিজার রহমান, দিনাজপুর
খানসামা ইউনিয়ন ভূমি অফিস, যেন এক দুর্নীতির আখড়া
উপজেলার ইউনিয়ন ভূমি অফিস। ছবি- আই নিউজ
দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন ভূমি অফিসটি বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ অনেকের। ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দালালদের বিরুদ্ধে রয়েছে জমির খাজনা আদায়ের নামে ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্থবাণিজ্য। এছাড়াও জমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিতে আসা লোকজনের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ।
এসব অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে তার প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার কাছে একটি অভিযোগও করা হয়েছে। অভিযোগ করেছেন, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাসিন্দা আবুবক্কর ছিদ্দিক আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের জমির খাজনা পরিশোধ ও জমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানসহ প্রজাদের বিভিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ইউনিয়ন ভূমি অফিসটি প্রতিষ্ঠিত। কিন্তু ওই ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা (তহশিলদার/নায়েব) শাহ্ মো. মোখতার হোসেনের ঘুষ,দুর্নীতির কারণে ওই ভূমি অফিসের সেবার মুখ থুবড়ে পড়েছে। এ কারণে ওই ইউনিয়নের প্রজারা বর্তমানে সেবার বিপরীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেনস্থার শিকার হচ্ছে চরমভাবে।
অভিযোগে আরো দাবি করা হয়েছে, কোনো প্রজা ওই ভূমি অফিসে জমির খাজনা পরিশোধ করতে গেলে তার কাছে থেকে প্রকাশ্যে চার-পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। আর ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ কেটে দেয়া হয় মাত্র ১০-১২ টাকার। বাকি পুরো টাকাই পকেটস্থ করেন, তহশিলদার শাহ্ মো. মোখতার হোসেন। তার চাহিদা মতো টাকা না দিলে কারোই কোনো কাজ হয় না। কেউ তার চাহিদা মতো টাকা না দিয়ে প্রতিবাদ করতে গেলে ওই তহশিলদার সেই প্রজাকে অশালীন আচরণ করেন। এমনকি ওই ভূমি অফিসে জমির খাজনা দিতে এসে কয়েক মাস ঘুরেও খাজনা দিতে পারেন না ভুক্তভোগীরা।
এদিকে আবুবক্কর ছিদ্দিক আলী তার অভিযোগে লিখেছেন- আমি গত ইংরাজি ১০-১২-২০২২ তারিখে মো. নজির উদ্দিন গং নামে ৮৮২ খতিয়ানের ৫৬৩৩ নং দাগের ৩৩ শতক জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ বাবদ ০৩ নং আংগারপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোখতার হোসেন এর নিকট গেলে তিনি আমাকে ৩,৬০০/- (তিন হাজার ছয়শত) টাকার হিসাব দেন। আমি তাকে উক্ত ৩,৬০০/- (তিন হাজার ছয়শত) প্রদান করি। কিন্তু তিনি ৩৩ শতক জমির ভূমি উন্নয়ন কর মাত্র ১০/- (দশ) টাকার খাজনা রশিদ প্রদান করেন। যার রশিদের নম্বর- ২৭৬০২২০০৫৬৭০ । আমি তাহার নিকট ১০/- (দশ) টাকার খাজনা চেকের কথা জিজ্ঞাসা করিলে সে আমাকে বলে তোমার জমি রেজিস্ট্রি করার প্রয়োজন নেই, তুমি চলে যাও। এখানে এই রকমের খাজনার চেক কাটা হয়। পরবর্তীতে গত ২৬/১২/২০২২ তারিখে বর্ণিত দাগ ও খতিয়ানের ৫ শতক জমির খাজনা কাটতে গেলে আবার ৩,৬০০/- (তিন হাজার ছয়শত) টাকা দাবী করে।
এই বিষয়ে আবুবক্কর ছিদ্দিক আলী বলেন, আমি ঘটনার প্রতিকার চেয়ে সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছি এবং সঠিক বিচার চাই।
ঘটনার বিষয়ে তহশিলদার শাহ্ মো. মোখতার হোসেন সাথে কথা বলতে চাইলে তিনি বলেন- ৩৬০০ টাকা না এটা ২৯৩২ টাকা। উনি যেটা বলেছে সেটা ভুল। উনাকে ২১ তারিখে ১টা চেক দেওয়া হয় সফটওয়্যারের ভুলের কারণে ১২টা দাগ ও ১৩টার পরিমান এক সঙ্গে হয়ে যায়। উনি যখন রেজিট্রিতে যায় তখন দাগের সাথে পরিমান মেলে না। আমার কাছে যখন আসেন তখন আমি বিষয়টি দেখতে পাই। সেটি সফটওয়্যারের সমস্যা। তখন আমি উনাকে বললাম যেহেতু খাজনা নেওয়া আছে ২৯৩২ টাকা, সেহেতু ১০ টাকার একটি চেক প্রদান করি। ওই চেক দিয়ে উনি কাজ সারেন এবং পরবর্তীতে উনি ২৯৩২ টাকার চেকটি নিয়ে গেছেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ হাসান বলেন, অনলাইনে খাজনা দিতে আবুক্কর ছিদ্দিক গিয়েছিলো ১৩টি দাগে ১৯৪২ টাকা আসে, অনলাইনে ভুল করে ১২টি দাগের স্থানে ১৩টি দাগের বিল চলে আসে। সেই কারণেই এই সমস্যা হয়েছে।
যেকোন তহশিলদারের বিরুদ্ধে অভিযোগ পেলে সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024