রাজবাড়ী প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী সেই মহিলা দল নেত্রীর জামিন বহাল
![প্রধানমন্ত্রীকে কটুক্তি করে মহিলা দলের সেই নেত্রী। ছবি- সংগৃহীত প্রধানমন্ত্রীকে কটুক্তি করে মহিলা দলের সেই নেত্রী। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/প্রধানমন্ত্রূঈকে-কটুক্তি-মহিলা-দলের-নেত্রী--eyenews-2301151348.jpg)
প্রধানমন্ত্রীকে কটুক্তি করে মহিলা দলের সেই নেত্রী। ছবি- সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির (৩৫) জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।
আজ রোববার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। সোনিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, মো. রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান আসাদ ও মাকসুদ উল্লাহ।
সোনিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিনে স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। ফলে, সোনিয়ার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
ওই মামলায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে গত ২৬ অক্টোবর বিফল হন সোনিয়া। তারপর তিনি জামিন চেয়ে গত ৩০ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন। এর শুনানি নিয়ে ৩১ অক্টোবর হাইকোর্ট সোনিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি নিয়ে গত ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গত ২৮ নভেম্বর বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সেদিন দুই মাসের জন্য শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেন আপিল বিভাগ। এই সময়ে সোনিয়া আক্তারের জামিন স্থগিত থাকে।
সোনিয়া রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি জেলা মহিলা দলের সদস্য। সোনিয়া শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় বসবাস করেন। তাঁর স্বামী প্রবাসী।
ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন সামসুল আরেফিন চৌধুরী নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। পরে অভিযোগটি মামলা হিসেবে গত ৫ অক্টোবর রেকর্ড করা হয়। মামলায় ৫ অক্টোবর সোনিয়াকে গ্রেপ্তার করা হয়।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024