আই নিউজ ডেস্ক
স্লোগানে মুখরিত রাজশাহী, প্রধানমন্ত্রীর ভাষণ দুপুরে
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/রাজশাহীতে-আওয়ামী-লীগের-জনসভায়-প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা-eyenews-2301291115.jpg)
আজ প্রায় পাঁচ বছর পর রাজশাহীতে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ পাঁচ বছর আগে এই বিভাগের আওয়ামী লীগের মানুষ দেখেছিলো নিজেদের দলের সভানেত্রীকে। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহীতে শুরু থেকেই ছিল উচ্ছাস। আজ জনভার দিন সেই উচ্ছাস যেন রূপ নিয়েছে স্লোগান আর মুখরিত জনস্রোতে।
আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদরাসার মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। কিন্তু সকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা বাস থেকে নেমে মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। এরই মধ্যে সরগরম জনসভাস্থলের আশপাশের এলাকা।
সরেজমিন দেখা যায়, সকাল ৯টায় নেতাকর্মীরা দল বেঁধে সমাবেশস্থলে আসছেন। আসার পথে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অধিকাংশই রাজশাহী জেলার।
নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক দিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। সেজন্য তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানাতেই সমাবেশে এসেছেন।
নাটোর থেকে আসা মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা আক্তার বলেন, আমরা রাজশাহী বিভাগের মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কারণ গত কয়েক বছরে যে পরিমাণ উন্নয়ন রাজশাহী এবং তার আশপাশের জেলাগুলোতে হয়েছে তা অকল্পনীয়। আমরা আর কিছু চাই না, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি।
এদিকে মঞ্চ তৈরির কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। বেলা ১১টা নাগাদ সমাবেশ শুরু হবে বলে জানা গেছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, এই সমাবেশে বিপুল জনসমাগম ঘটবে।
শনিবার সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এই সমাবেশে অন্তত ৫ থেকে ৭ লাখ লোক হবে। মাঠে জায়গা সংকুলান সম্ভব হবে না বলে আশপাশের সব সড়কেও নেতাকর্মীরা থাকবেন। এ জন্য ২০০টি মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীকে যেন তারা দেখতে পান, সেজন্য ১২টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024