বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় শুরু হলো ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা
![ঐতিহ্যবাহী সূর্যমণি মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবি- আই নিউজ ঐতিহ্যবাহী সূর্যমণি মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/বানারীপাড়ায়-ঐতিহ্যবাহী-সূর্যমণি-মেলা-eyenews-2301291757.jpg)
ঐতিহ্যবাহী সূর্যমণি মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবি- আই নিউজ
বরিশালের বানারীপাড়ায় সূর্যদেবের পূজাকে কেন্দ্র করে ২২৮তম ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা শুরু হয়েছে। সকালে মেলার মাঠের মন্দিরে সূর্যদেবের পূজার মধ্য দিয়ে পর্দা উঠলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যমণি মেলার।
উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন মোল্লার বিশাল জমিতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার শুক্লা তিথিতে মাস ব্যাপী এ মেলার আয়োজন বসে থাকে।
মেলায় রয়েছে দি রয়েল বেঙ্গল লক্ষণ দাস সার্কাস, যাত্রাপালা, পুতুল নাচ, লাকি কুপন, নাগরদোলা প্রভৃতি।
এছাড়াও বাহারী মিষ্টি, ফল, মজাদার চটপটি,ফুসকা, চানাচুর,হালিম, মনখুশি, খাবার হোটেল রেস্টুরেন্ট,কসমেটিকস, বাঁশ, বেত, কাঠ, মাটির তৈজসপত্র ও কামার শিল্প, ফার্নিচার ও স্টীলের তৈরি বিভিন্ন সাংসারিক প্রয়োজনীয় মালপত্রের কয়েককশত দোকান।
প্রসঙ্গত, মেলা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মেলার সার্বিক নিরাপত্তার জন্য মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে।
পূজারী কৃষ্ণ কান্ত ভট্টাচার্জ জানান, মেলার মন্দিরের কষ্টি পাথরের মূর্তিটি চুরি হবার পরে অন্য দামী পাথর দিয়ে সূর্যাকৃতির মূর্তি তৈরি করে পুজা-অর্চনা করা হয় । এদিকে মেলাকে কেন্দ্র করে বানারীপাড়াসহ এর পার্শবর্তী বেশ কয়েকটি উপজেলা এবং জেলার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দপিনা বিরাজ করছে।
প্রাণের এ মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিশু-বৃদ্ধ সহ নানা বয়সের হাজার হাজার নারী পুরুষের মিলন মেলায় রূপ নেয়।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024