আই নিউজ ডেস্ক
হিন্দু না মুসলিম দ্বন্দ্বে ১০ ঘণ্টা ধরে পড়ে আছে যুবকের লা শ!
সড়ক দুর্ঘটনায় নিহত ওই যুবক। ছবি- সংগৃহীত
চট্টগ্রাম পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা যাবার পর এক যুবকের ধর্ম পরিচয় নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। ২৮ বছর বয়সী ওই যুবক হিন্দু না মুসলিম এটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় সৎকার না করেই ১০ ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে যুবকটির মৃতদেহ।
নিহত যুবকের পরিবারের দাবি, সে হিন্দু ছিল। এখনো হিন্দু আছে। তাই হিন্দু ধর্মের নিয়মে মেনে শেষকৃত্য চিতায় সম্পন্ন করবেন। কিন্তু তার সহপাঠি ও স্বজনদের দাবি, সে ২০২০ সালের ১৭ নভেম্বর নগরীর লালখান বাজার এলাকার একটি মাদ্রাসায় মৌলনা হারুন এজাহারের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এরপর থেকে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত ও মুসলিম ধর্মের সব নিয়ম কানুন মেনে চলতেন। তাই তারা মুসলিম হিসেবে তার লাশ দাফন করতে আগ্রহী।
সহপাঠিরা এটাও জানান, নিহত যুবক তার মাকে নিয়ে নগরীর আগ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বাসুস কোম্পানিতে চাকরি করতেন।
এখানেই বাধে বিপত্তি। আদালতের রায়ের অপেক্ষায় এখন নিহত যুবকের পরিবার ও সহপাঠিরা। এরপর জানা যাবে, লাশ কবরস্থানের যাবে, না চিতায় পুড়ানো হবে।
হলফনামা সুত্রে জানা যায়, তার নাম রতন দাশ (২৮)। বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী গ্রামে। তার পিতার নাম মনো দাশ ও মাতার নাম সন্ধ্যা দাশ।
বিষয়টি নিশ্চিত করে এডভোকেট সাইফুল ইসলাম বলেন, নিহত যুবক দুই বছর আগে মুসলিম হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জুডিশিয়াল স্ট্যাম্পে নাম পরিবর্তন করে আহমাদ হয়েছেন। যার নোটারী নম্বর-১১০৫৪৪। মুসলিম ধর্ম গ্রহণ করার ছবিও রয়েছে। এখন শুনেছি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
অন্যদিকে, নিহত যুবকের সহপাঠী মো. রুবেল দাশ গুপ্ত বলেন, সে ইসলাম ধর্ম মেনে মুসলিম হয়েছে। যা আমাকে জানিয়েছিলো। এবং বলে গেছেন। যদি কখনো তার মৃত্যু হয়। তাহলে মুসলিম হিসেবে কবরস্থানে দাফন করতে।
নিহতের খালাতো বোন ভিফা দাশ বলেন, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যা আমরা কেউ জানি না। আর ও যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো, তাহলে সে তার মায়ের কাছে কেন ছিল?
তিনি আরো বলেন, সে সব সময় আমাদের পূজা মণ্ডপ তুলে ধর্মীয় আনুষ্ঠানিকতা মেনে চলতো। আর যখন লাশ নিতে আসছি কিছু লোকজন বলতেছে। সে নাকি মুসলিম হয়েছে। ওর লাশ নিতে দিবে না।
কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ বলেন, বিষয়টি আমরা শুনেছি। লাশটি মুসলিম হিসেবে দাফন করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি।
দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেটা সত্যি কিন্তু ওদের পরিবার সেটা মানতে চাচ্ছে না। আমরা প্রমাণ করে ছাড়ব (ইনশাআল্লাহ)।
কর্ণফুলীর ডাকপাড়া জমিয়াতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউর রহমান বলেন, সে যদি মুসলিম ধর্ম গ্রহণ করে থাকে, তাহলে তাকে ইসলাম ধর্ম অনুযায়ী জানাজা সম্পন্ন করে দাফন করতে হবে।
পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিকাশ সরকার বলেন, লাশটি এখন পযর্ন্ত হাইওয়ে থানার দায়িত্ব রয়েছে। এই বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024