ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ১৭:৩৩, ৩১ জানুয়ারি ২০২৩
ঠাকুরগাঁও-৩ আসনে রাত পোহালেই ভোট, প্রস্তুতি সম্পন্ন
![নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ছবি- আই নিউজ নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/ঠাকুরগাঁও---৩-আসনে-উপ-নির্বাচন-eyenews-2301311703.jpg)
নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ছবি- আই নিউজ
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য অবস্থায় আছে। এ আসনে ( ঠাকুরগাঁও-৫/৩) আগামীকাল (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বহুল প্রতিক্ষিত ঠাকুরগাঁও - ৩ আসনটি শুন্য হওয়ার পর দ্বিতীয়বার জাতীয় নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন রাণীশংকৈল-পীরগঞ্জবাসী।
এদিকে নির্বাচনী মাইকিং , প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। প্রার্থীদের দৌড়ঝাঁপ শেষ হলেও নির্বাচনী মাঠে খুব একটা পরিবর্তন দেখা যায়নি বলে মনে করছেন এখানকার ভোটাররা। তবু এ উপনির্বাচনে জয়ের মালা কার জন্য অপেক্ষা করছে এমন প্রশ্ন এখন ঠাকুরগাঁও-৩ আসনের সব শ্রেণির মানুষের মুখে মুখে।
জানা গেছে, এ আসনে জোটের জটিলতার কারণে আওয়ামী লীগ থেকে কোন প্রার্থীকে নমিনেশন দেয়া হয়নি ফলে ১৪ দলের ওয়াার্কাস পার্টির ইয়াসিন আলীকে (হাতুড়ি মার্কা) প্রার্থী হবার সুযোগ করে দেন ১৪ দলীয় জোটের নীতি-নির্ধারকরা।
আর জোটের কারণেই এবারও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা জোরেশোরেই ওয়ার্কাস পার্টির হাতুড়ি মার্কায় নির্বাচনে নেমেছেন। যদিও বরাবরই এই আসনটির অধিকাংশ ভোট নৌকা মার্কার প্রার্থীর জন্য উর্বর বলে আওয়ামী লীগ নেতারা দাবী করেন।
এ এলাকার সুশীল সমাজ ও রাজনীতিবিদরা মনে করছেন জোটের জটিলতায় প্রতিবার জাতীয় নির্বাচনে শরীকদলের হাতেই এ আসনটি চলে যায়। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। সে সূত্রে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগে একটি চাপা ক্ষোভ রয়েই গেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রমতে, নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজউদ্দীন আহম্মেদ (লাঙ্গল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপফুল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ(আম) ও স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় (একতারা) প্রতীকে নির্বাচন করছেন।
এ প্রসঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর ও রিটার্নিং অফিসার ঠাকুরগাঁও -৩, জি এম মাহাতাবউদ্দিন জানান,’ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইভিএম এর মাধ্যমে ১২৮টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ প্লাটন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারী
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024