ঠাকুরগাঁও প্রতিনিধি
বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন
![প্রতিমা ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন। ছবি- আই নিউজ প্রতিমা ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/প্রতিমা-ভাঙচুরের-ঘটনায়-সংবাদ-সম্মেলন-eyenews-2302081136.jpg)
প্রতিমা ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন। ছবি- আই নিউজ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ ফেব্রুয়ারি (রোববার) ভোর রাতে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা।
এ উপলক্ষে এদিন দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনোরঞ্জন সিংয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি একটি নীল নকশা
বক্তারা আরো বলেন, এ ঘটনায় প্রশাসনের প্রতি আমাদের সম্প্রদায়ের অনাস্থা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সংখ্যালঘুদের বসতবাড়ী জানমাল রক্ষায় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাফরউল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্মন, কার্যকরী সদস্য জদুনাথ বর্মন, সহ শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক উজ্জল শাহ্, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024