আই নিউজ ডেস্ক
গুলশানে ভবনে আগুন : ২ মাসের শিশু জীবিত উদ্ধার
অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা। ছবি- প্রথম আলো
রাজধানী ঢাকার গুলশানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মাসের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ওই শিশুসহ গুলশানের দুর্ঘটনা কবলিত ভবন থেকে মোট বাইশ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়াদের মধ্যে ৯ জন পুরুষ, মহিলা ১২ ও এক শিশু রয়েছে।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সাত তলায় আগুন লাগে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার হয়। তার আনুমানিক বয়স ৩০। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে আরো তিনজন আহত হয়েছেন।
রাত ১০টায় ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহে পোড়ার চিহ্ন নেই। ভবন থেকে লাফিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ হাসপাতালে নিয়ে আসা বনানী ক্লিনিকের কাস্টমার কেয়ার ইনচার্জ আশীস বিশ্বাস বলেন, আগুনের খবর শুনে তাদের ক্লিনিক থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা মরেদেহটি হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতায় সেনা ও বিমান বাহিনীর একটি করে দলও যোগ দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনে অনেকে আটকে পড়েছে। ধোঁয়া এবং আগুনের কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা গুলশান থানার পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এর বিভিন্ন ফ্লোরে অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
আই নিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারী
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024