হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)
আপডেট: ১৯:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
রাণীশংকৈলে বন্ধ স্থলবন্দর চালুর দাবিতে লং মার্চ
মানববন্ধন ও লং মার্চে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। ছবি- আই নিউজ
ধর্মগড়-দেবীগঞ্জ সীমান্তে পাকিস্তান আমলে বন্ধ হওয়া স্থলবন্দরটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে উপজেলাবাসী। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধর্মগড়-দেবীগঞ্জ স্থাল বন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটি উপজেলার চেকপোস্ট বাজারে এটি চালুর দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলাবাসী। পরে স্থল বন্দর চালুর দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনেও মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও আ. লীগ নেতা আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, ধর্মগড় দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোটের এ্যাডভোকেট মেহেদি হাসান শুভ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, আ. লীগ নেতা তারেক আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া হাবিব ডন, সাংবাদিক ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা আতিক হোসেন প্রমূখ।
লং মার্চ শেষে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৫৮ সালে যখন এখানে চেকপোস্ট ও স্থলবন্দর চালু ছিল তখন এখানকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ছিল। বর্তমানে প্রতিবছর এখানে ৩৭৩ ও ৩৭৪ নং পিলারের কাছে দুই দেশের মানুষের মিলন মেলা বসে। দুই বাংলার লাখ লাখ মানুষ এই মেলায় অংশ নেন।
এ স্থলবন্দরটি পুনরায় চালু হলে দুই বাংলার সামাজিক, সাংস্কৃতিক, বানিজ্যিক ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে সুধিজন মনে করেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024