ইয়ানূর রহমান, যশোর
যশোরে ৫ মাস ২১ দিন পর কবর থেকে লাশ উত্তলন
![কবর থেকে লাশ তুলছেন পিবিআই সদস্যরা। ছবি- আই নিউজ কবর থেকে লাশ তুলছেন পিবিআই সদস্যরা। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2023February/কবর-থেকে-লাশ-উত্তলন-eyenews-2302231952.jpg)
কবর থেকে লাশ তুলছেন পিবিআই সদস্যরা। ছবি- আই নিউজ
যশোর সদর উপজেলায় মৃত্যুর ৫ মাস ২১ পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তলন করা হয়েছে। যশোর সদরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসানের উপস্থিতি’তে ময়না তদন্তের জন্য কবর থেকে ওই লাশ উত্তোলন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ।
ওই লাশ গোপালপুর গ্রামের মোফাজ্জল হোসেন মোফা (৩৫) নামের একজন শ্রমিকের। পিবিআই’র যশোরের ইন্সপেক্টর হিরনময় সরকার জানান, আদালতে নিহত শ্রমিক মোফাজ্জল হোসেন মোফার পিতা মো. আব্দুল জলিলের আবদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্তের জন্য লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মামলার অভিযোগে জানা যায়, ২০২২ সালের ২সেপ্টেম্বরে মোজাহার মেটাল ইন্ডাস্ট্রি থেকে মোফাজ্জল হোসেন মোফা নামে একজন শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পর একটি প্রভাবশালীর চাপে ময়নাতদন্ত ছাড়ায় মাটি দিয়ে দিতে বাধ্য হয়। পরিবারের দাবী এটা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত শ্রমিক মোফাজ্জল এর বৃদ্ধ পিতা মো. আব্দুল জলিল যশোর আদালতে একট হত্যা মামলা দায়ের করলে আদালত পিবিআই যশোরকে তদন্তের নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে বৃহস্প্রতিবার বেলা ১২ টার দিকে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তলণ করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, পিবিআই’র ইন্সপেক্টর হিরণময় সরকার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024