রাঙ্গামাটি প্রতিনিধি
ধারের টাকা না দেওয়ায় বন্ধুকে খুন!
![(ডানে) নিহত ইজাজুল হক রাব্বি। ছবি- সংগৃহীত (ডানে) নিহত ইজাজুল হক রাব্বি। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2023February/ধারের-টাকা-না-দেওয়ায়-বন্ধুকে-খুন-eyenews-2302251816.jpg)
(ডানে) নিহত ইজাজুল হক রাব্বি। ছবি- সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে বন্ধুর কাছ থেকে নেওয়া ধারের টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে বন্ধুকে খুন করলেন এক যুবক। নিহত যুবকের নাম ইজাজুল হক রাব্বি। ঘাতক বন্ধু সেলিম মাহমুদকে এরিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
বন্ধুকে খুনের ৭ ঘণ্টার মাথায় গ্রেফতার হন ঘাতক সেলিম। আজ (২৫ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটির বনরূপা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
শনিবার বিকেলে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আবু মীর তৌহিদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, ওসি মো. আরিফল আমিন প্রমুখ।
জানা যায়, শনিবার সকালে ঘটনার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১১ টার দিকে শহরের বনরূপা থেকে ঘাতক বন্ধু সেলিম মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি শহরের বনরূপাস্থ ম্যাগপাই রেস্টুরেন্টের কর্মচারী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা মো. মাহমুদ এর ছেলে।
নিহত রাব্বি এবং মাহমুদ দু’জনই পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের কারণে মাহমুদ রাব্বিকে টাকা ধার দেয়। তা পরিশোধের জন্য মাহমুদ চাপ প্রয়োগ করতে থাকলে তাদের মধ্যে বনরূপা ফরেস্ট কলোনির কবরস্থানের সামনে দফায় দফায় কথা কাটাকাটি এবং মারপিট লেগে যায়। মারপিটের এক পর্যায়ে সেলিম মাহমুদের সঙ্গে থাকা ছুরি দিয়ে বন্ধু ইজাজুল হক রাব্বির ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে রাব্বির মৃত্যু হয়।
নিহত রাব্বি বনরূপার কাটাপাহাড় এলাকার বাসিন্দা জুতার ব্যবসায়ী মো. মোজাম্মেল হকের ছোট ছেলে। এ সময় সেলিমকে ফিরাতে চেষ্টা করলে নৈশ প্রহরী মো. আমির হোসেনকেও ছুরিকাঘাত করেন ঘাতক সেলিম। বর্তমানে আমির হোসেন আহত অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরো কেউ সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024