রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈলে বেড়েছে মসজিদে চুরি, চোর খুঁজছে পুলিশ
রাণীশংকৈল থানা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভাসহ উপজেলা বিভিন্ন সমজিদগুলোতে বেড়েছে গণহারে চুরি। গত এক মাসের মধ্যে পৌরসভার পঞ্চাশেরও বেশি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি মসজিদে সোলার ব্যাটারি চুরি হয়েছে।
জানা গেছে, মসজিদের ব্যাটারি, পানি তোলার পাম্প এমনকি দানবাক্স পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। এ ব্যাপারে পুলিশ প্রশাসন দোষারোপ করছে মসজিদ কমিটিতে। মসজিদে নিরাপত্তার দায়িত্ব মসজিদ কমিটির এমন বক্তব্য পুলিশের। তবে চোর খোঁজা হচ্ছেও বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
সরেজমিনে খোঁজ নিয়ে গেছে, উপজেলা জুড়ে ব্যাপকহারে চুরির ঘটনা বেড়েছে। গত এক মাসের ব্যবধানে পদমপুর এলাকার রায়েস আলীর মোবাইল,বাইসাইকেল ও নগদ টাকা, কেউটানের সোহেল রানার ২টি গরু, বলিদ্বারার হুমায়ুন কবিরের গোডাউনের নগদ ৮৫ হাজার টাকা, সুমনের বিভিন্ন মালামাল সহ ৩০ হাজার টাকা, নেকমরদ যদুয়ারে হাবিবুর রহমানের ১টি গরু, আবু সাইদ ইউসুফ আলী’র স্বর্ণলংকার সহ ৫ লক্ষ টাকা, পারকুন্ডার সুজন রায়ের ১টি গরু, আনারুলের ২টি গরু, কুমোরগঞ্জ কমিউনিটি ক্লিনিকের মোটর, নেমরদর যদুয়ার গ্রামের ইব্রাহীমের বাড়িতে স্বর্ণালংকার ও জিনিষপত্রসহ ১৫ লক্ষ টাকা, টিউবওয়েল, চোপড়া প্রাথমিক বিদ্যালয়ের মোটর, ভরনিয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাবটব চুরি হয়েছে। এ ছাড়াও আমজুয়ান মসজিদের ব্যাটারি, আমজুয়ান সামসিয়া মসজিদের ব্যাটারি, ফুলবাড়ি মসজিদের ব্যাটারি, খঞ্জনা মসজিদের ব্যাটারি, বিলপাড়া ও বলিদ্বারা মসজিদের দান বাক্স ও পৌরসভা ৫২টি মসজিদের মধ্যে ২০টি মসজিদে সোলার ব্যাটারি চুরি হয়েছে।
মসজিদসহ এসব চুরির ঘটনায় এলাকার মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, প্রতিটি মসজিদে মসজিদে কি আমরা পাহাড়া দেবো? এটির দ্বায়িত্ব হচ্ছে মসজিদ কমিটির। আমরা চোরের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছি।
এই উপজেলার কুখ্যাত চোর সর্দার আমীর হোসেনকে গত ২৬ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন থানার ওসি।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024