আই নিউজ ডেস্ক
আপডেট: ১৮:০৪, ১৩ মার্চ ২০২৩
স্ত্রী খুনের মামলায় বিচার শুরু হচ্ছে বাবুল আক্তারের
সাবেক এসপি ও স্ত্রী খুনের মামলায় প্রধান অভিযুক্ত বাবুল আক্তার। ছবি- সংগৃহীত
স্ত্রী খুনের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। আদালতের এক নির্দেশনায় আগামী ৯ এপ্রিল থেকে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৩ মার্চ) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি আব্দুর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন অভিযোগ গঠনের শুনানির সময় বাবুল আক্তারসহ পাঁচ আসামির সবাই আদালতে হাজির ছিলেন। আদালত তাদের দোষী নাকি নির্দোষ, জানতে চাইলে সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।
সাবেক এসপি বাবুল আক্তারের আইনজীবী শিশির মনির জানান, অভিযোগ গঠন থেকে বাবুল আক্তারকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। আদালত সেটা খারিজ করে দিয়েছেন। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে বাবুলকে চট্টগ্রাম কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এ মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024