মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
আপডেট: ১৮:০৯, ৩০ মার্চ ২০২৩
প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণে অর্থ আদায়ের অভিযোগ!
নীলফামারীর ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৯ মার্চ) নীলফামারীর ডিমলা উপজেলায় শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ব্যবহার শেখাতে সরকারের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ল্যাপটপ বিতরণ করা হয়। এতে গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচের নামে স্কুলপ্রতি ৫০০ টাকা করে অর্থ আদায় করেছেন বলে অভিযোগ ওঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে।
জানা যায়, শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ব্যবহার শেখাতে এবং প্রতিদিন ল্যাপটপের মাধ্যমে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেওয়ার জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রমের পদক্ষেপ নিয়েছে সরকার। ডিমলা উপজেলায় প্রথম ধাপে ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অর্ন্তভুক্ত হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৯শে মার্চ) ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অভিযোগ রয়েছে ল্যাপটপ বিতরণের পূর্বে রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর নেওয়ার সময় গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচের জন্য ল্যাপটপ পাওয়া প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রতিষ্ঠান প্রতি ৫০০টাকা করে আদায় করেন কয়েকজন শিক্ষক নেতা এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগণ।
জানা যায়, নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ডিমলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৭২টি ল্যাপটপ গাড়িতে করে আনা হয়। জেলা শিক্ষা অফিস থেকে উপজেলা শিক্ষা অফিসের ৪০কিলোমিটার দূরত্বের গাড়ি ভাড়া দুই থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা। মাত্র দুই তিন হাজার টাকা খরচের জায়গায় সেখানে ১৭২টি ল্যাপটপ বিতরণে আদায় করা হয়েছে ৮৬ হাজার টাকা। বাকি টাকা ভাগাভাগি হয় অফিসসহ কয়েকজন শিক্ষক নেতার মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে ল্যাপটপ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক প্রধান শিক্ষক বলেন, দুই থেকে তিন হাজার টাকার এ খরচটুকু অফিস বহন করতে পারতো, সরকারি ল্যাপটপ নিতেও আমাদের পকেট থেকে খরচের টাকাও দেওয়া লাগলো।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই, আগামী রবিবার অফিসে আসেন খোঁজ নিয়ে জানাবো।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024