ঠাকুরগাঁও (হরিপুর) প্রতিনিধি
হরিপুরে পুকুরে মিলল ১২ কেজি ওজনের পাথরের বিষ্ণুমূর্তি!
উদ্ধারকৃত ১২ কেজি ওজনের পাথরের বিষ্ণুমূর্তি। ছবি- আই নিউজ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি পুকুর খননকালে ১২ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। বিষ্ণুমূর্তিটি বেশ প্রাচীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষ্ণুমূর্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় নানান জায়গা থেকে লোকজন এসে জড়ো হচ্ছেন মূর্তিটি দেখতে।
গত বুধবার (১২ এপ্রিল) উপজেলার কিসমত ভৈষা গ্রামের তমিজউদ্দিনের চাঁড়াল দিঘি থেকে মাটি খননকালে এ মূর্তিটি পাওয়া গেছে ।
জানা গেছে, পুকুর খননের সময় শ্রমিকেরা একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন এসে জড়ো হন। পরে হরিপুর থানা পুলিশকে খবর দিলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে থেকে কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করেছে। বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২ কেজি।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক বলেন, বিষ্ণুমূর্তি কষ্টিপাথরের কি না, তা নিশ্চিত হতে পারেননি। মূর্তিটি জেলার ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024