Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

প্রকাশিত: ১৩:৫৯, ১২ মে ২০১৯
আপডেট: ১৩:৫৯, ১২ মে ২০১৯

স্কুলছাত্রীকে যৌন হয়রানি: প্রধান শিক্ষক গ্রেফতার

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল শনিবার মেয়ের ওপর যৌন হয়রানির অভিযোগ তুলে ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই মামলা করেন মেয়েটির বাবা। পরে অভিযান চালিয়ে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করেচেহ পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মোঃ মুক্তার হোসেন (৪৫)। তাঁর বাড়ি পূর্ব ধামসার গ্রামে। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে (১২) প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন বিভিন্ন সময় শাসনের নামে গায়ে হাত দিয়ে যৌন হয়রানি করেন। স্কুল ছাত্রীর বাবা বলেন,  বৃহস্পতিবার  মেয়ে স্কুল থেকে আসার পরে মন খারাপ করে বসে ছিল। বিষয়টি তাদের নজরে এলে মেয়ের কাছে এ বিষয়ে জানতে চান। প্রথমে না বললেও পরে প্রধান শিক্ষক কতৃক যৌন হয়রানির বিষয়টি জানায় ওই ছাত্রী। পরের দিন মেয়ের বাবা এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারকে লিখিতভাবে অবহিত করেন। ইউএনও বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে দায়িত্ব দেন। তাঁরা অভিযোগের সত্যতা পেয়েছেন—এই মর্মে তদন্ত প্রতিবেদন দিলে ইউএনও স্কুলছাত্রীর বাবাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে বাবা মামলা করেন। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মুক্তার হোসেন অভিযোগ অস্বীকার করেন।মুক্তার হোসেন বলেন,'অভিযোগের ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা! আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।' উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল প্রধান শিক্ষক মুক্তার হোসেনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ ওই দিনই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে তাঁকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এইচএ/ ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়