আই নিউজ ডেস্ক
নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরা শুরু
রোববার মধ্যরাতে শেষ হয়েছে ইলিশ ধরা নিয়ে সরকারের নিষেধাজ্ঞা। দীর্ঘ দুই মাসের বিরতি শেষে ইলিশ ধরতে নেমেছেন দেশের উপকূলীয় অঞ্চলের জেলেরা। জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ৬টি জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।
মৎস্য অফিস বলছে, এবারের অভিযান প্রায় শতভাগ সফল হয়েছে। গত বছরের তুলনায় এ বছর জেলায় ৪০ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে।
সরেজমিন দেখা গেছে, এরই মধ্যে ইলিশ ধরার জাল সেলাই করা, নৌকার ভাঙা অংশ মেরামত ও ইঞ্জিনসহ সবকিছু ঠিক করে নিয়েছেন জেলেরা। তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় তারা ধারদেনা করে সংসার চালিয়েছেন। এখন মাছ পেলে সংসারের খরচ জোগাতে পারবে, নয়তো দুর্ভোগের শেষ থাকবে না।
জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তছলিম ব্যাপারী জানান, দেশের ৬টি জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। খরা থাকার কারণে সব মাছ পানিতেও ভালো খাবার পেয়েছে।
নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অন্য বছরের তুলনায় এবারের অভিযান বেশি সফল হয়েছে। নদীতে কারেন্ট জাল ফেলা ও জাটকা ধরা সবসময় নিষিদ্ধ। তাই নিষেধাজ্ঞা উঠে গেলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024