রাহাদ সুমন, বানারীপাড়া
উজিরপুরে সাবেক এমপি মনি’র গণসংযোগ
গণসংযোগে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি। ছবি- আই নিউজ
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ও হারতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি গণসংযোগ করেছেন। তিনি এসময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা, কুশল ও মতবিনিময় করেন।
রোববার (৭ মে) বিকেল ৩টার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি গণসংযোগ শুরু করেন।
এসময় সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, উপজেলা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদ হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন বালী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বালী, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদকের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম টুটুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক বাদশা বিশ্বাস, শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক সজল হাওলাদার, কৃষক লীগের ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম পাইক, সাধারণ সম্পাদক সুজন মিয়া,ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মিলন হাওলাদার ও সাধারণ সম্পাদক সৈকত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি বিকেলে ৫ টায় হারতা ইউনিয়নের গণসংযোগ করেন । এসময় হারতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান অমল মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. হরেন রায় ও অভিলাস হালদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিমল সাহা সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত পান্ডে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন রায় ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঝি, ছাত্রলীগ সভাপতি শ্যামল মজুমদার ও সাধারণ সম্পাদক নয়ন চক্রবর্তী , শ্রমিক লীগের সভাপতি শংকর হালদার ও সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সাবেক এমপি মনিরুল ইসলামের সফরসঙ্গী ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল করিম ও ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024