হুমায়ুন কবির, তারাকান্দা
তারাকান্দা উপজেলা নির্বাচনে
বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আওয়ামী লীগ
বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল (মাস্টার)। ছবি- আই নিউজ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান সরকার বকুল মাস্টার বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে তাঁর দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৭ মে) ময়মনসিংহ জেলর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোফাজ্জল হোসেন বাবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জানা গেছে, আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে দলের শৃঙ্খলা বঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন নুরুজ্জামান সরকার বকুল মাস্টার। বিজ্ঞপ্তি প্রকাশের পর আওয়ামী লীগের কোন পদ বা সদস্য হিসেবে পরিচয় দিতে পারবে না।
নুরুজ্জামান সরকার বকুল মাস্টার তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ছিলেন।
আগামী ১২ জুন তারাকান্দা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবছর নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। একজন স্বতন্ত্র ও তিনজন দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) এড. ফজলুল হক , জাতীয়পার্টি মনোনীত প্রার্থী (লাঙ্গল প্রতীকে) মাসুদ তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাত পাখা) মৌওলানা রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) নুরুজ্জামান সরকার বকুল।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024