Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২৯ মে ২০২৩

এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেফ তাইয়্যিপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রিসেফ তাইয়্যিপ এরদোয়ান আবারও  তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটি এরদোয়ানের নেতৃত্বের প্রতি তুর্কি জনগণের আস্থার প্রতিফলন।  

রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, পরবর্তী মেয়াদের জন্য তুরস্কের জনগণ আপনাকে পুনঃনির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত। নির্বাচনে বিশাল এই সাফল্যের জন্য আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।  

যথা শিগগির দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্য এরদোয়ানকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ইতিহাস, সংষ্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যগত কারণে আমাদের দুই দেশের মধ্যে চমৎকার দ্বি-পক্ষীয় সম্পর্ক রয়েছে। যা ভবিষ্যতেও বজায় থাকবে।

আই নিউজ/ইউএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়