হেলাল আহমেদ, আই নিউজ
খুলনা সিটি কর্পোরেশন : ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়েই ভোটের অপেক্ষা
খুলনা সিটি কর্পোরেশন লোগো
রাত পোহালেই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩। সোমবার (১২ জুন) সকাল থেকে শুরু হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। মোট ২৮৯টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন এই সিটির ভোটাররা। যার মধ্যে ১৬১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়েই শেষ সময়ের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে এরিমধ্যে পাঠানো হচ্ছে ভোটাভুটির সরঞ্জাম।
সোমবার (১২ জুন) খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩-ও অনুষ্ঠিত হবে। এই দুই বিভাগেই ভোটকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। দুই সিটিতেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী শনিবার মধ্যরাত থেকে খুলনা সিটি কর্পোরেশন এবং বিসিসি-তে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণার কাজ। ভোটার এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে সাধারণ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
খুলনায় ঝুঁকিপূর্ণ দেড় শতাধিক ভোটকেন্দ্র
সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮৯টি ভোটকেন্দ্রে। যার মধ্যে ১৬১টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে প্রায় সাড়ে ৮ হাজার পুলিশ ও আনসার সদস্য। এছাড়া নির্বাচনকে সামনে রেখে খুলনা মহানগরীতে বসানো হয়েছে ১৬টি চেকপোস্ট।
খুলনার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ভোটার সংখ্যা, প্রার্থীর বাড়িসংলগ্ন কেন্দ্র, প্রভাব বিস্তার, যাতায়াতসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৭জন পুলিশ ও ১৭জন আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাধারণ কেন্দ্রে থাকবেন ৭ জন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য। তবে নির্বাচন কমিশনের নির্দেশে এটি কম-বেশি হতে পারে।
খুলনা সিটি নির্বাচনে প্রার্থী ও ভোটার সংখ্যা
এদিকে খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কেসিসি নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ২ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা সিটি নির্বাচনের এবারের নির্বাচন হবে ইভিএমে। নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে।
এবারের নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।
এক নজরে খুলনা সিটি কর্পোরেশন
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রধান বিভাগীয় সিটি কর্পোরেশন। খুলনা সিটি কর্পোরেশনের আয়তন ৪৫ বর্গ কিলোমিটার। আর এই সিটির জনসংখ্যা ২০১৭ সালের হিসাব অনুযায়ী প্রায় পনেরো লক্ষ।
সর্বপ্রথম ১৮৮৪ সালে খুলনা নগরের মর্যাদা পায়। কলকাতা গেজেট অনুযায়ী ১৮৮৪ সালের ৮ সেপ্টেম্বর খুলনাকে মিউনিসিপাল বোর্ড ঘোষণা করা হয়। এরপর ১৩ ডিসেম্বর রেভারেন্ড গগন চন্দ্র দত্ত প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে। সেসময়ে টুটপাড়া, শেখপাড়া, চারাবাটি, হেলাতলা এবং কয়লাঘাট এলাকায় সমন্বয়ে খুলনা পৌর সরকার যাত্রা শুরু করে।
বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ লোকাল কাউন্সিল অ্যান্ড মিউনিসিপ্যাল কমিটি (ডেসোলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যারেঞ্জমেন্ট) অর্ডার - ১৯৭২ এর ক্ষমতা বলে খুলনা মিউনিসিপালিটির নাম বদলে খুলনা পৌরসভা করা হয়।
১৯৮৪ সালের ১২ ডিসেম্বর খুলনা শহরের শতবর্ষপূর্তিতে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ খুলনাকে মিউনিসিপাল কর্পোরেশন হিসেবে উন্নীত করেন। ১৯৯০ সালের ৬ আগস্ট খুলনাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024