হুমায়ুন কবির, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও থেকে যুক্তরাজ্যে আম রপ্তানি শুরু
প্রথম আম রপ্তানি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা। ছবি- আই নিউজ
হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশের উত্তরের বৈচিত্র্যপূর্ণ এবং সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। এই জনপদে উৎপাদিত অন্যান্য ফসলাধির মধ্যে আমের চাহিদাও দেশের বাজারে ব্যাপক। এবছর থেকে তিনটি প্রজাতির মানসম্মত ও সুস্বাদু (আম্রপালি, ব্যানানা ম্যাংগো এবং বারি আম-৪) ৫০০ কেজি আম যুক্তরাজ্যে রপ্তানির মাধ্যমে বিদেশে আম রপ্তানি যাত্রা শুরু হয়।
রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় এই জেলার উৎপাদিত আম বিদেশে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন গতকাল বুধবার (৫ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে এদিন দুপুরে বিদেশে আম রপ্তানি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমান।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, ঢাকা খামারবাড়ি ডিএই’র রফাতনিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মো.আরিফুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণ রায়, ইউরোপে আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক কোম্পানীর সিইও মো. কাওসার আহম্মেদ রুবেল, কোম্পানীর কর্মকর্তা রাজিয়া সুলতানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক মামুন উর রশিদ, আম চাষী মো.ছোট, জিয়াউর রহমান, নুর আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, আম উৎপাদনকারী কৃষকবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা ঠাকুরগাঁও জেলায় উৎপাদনকৃত ওই তিন প্রজাতির আম প্যাকেটজাত করে রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
মানসম্মত উৎপাদিত আম সংগ্রহ করে এবং রপ্তানিকারকদের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এ জেলা থেকে আগামীতে বিপুল পরিমাণ আম বিদেশে রপ্তানি করা হবে এমনটি আশা করছেন জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024