ইয়ানূর রহমান, যশোর
বেনাপোল পৌরসভার মেয়র নির্বাচিত হলেন আ. লীগ প্রার্থী নাসির
যশোরের নব নির্বাচিত পৌর মেয়র নাসির উদ্দিন। ছবি- আই নিউজ
বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রথম দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে আলহাজ নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট। পরাজিত প্রার্থী সজনের ভোটের ব্যবধান ৯ হাজার ৪৪০ ভোট।
আর সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১ নং আসনের দ্বিতীয়বার জুলেখা আনারস, ২নং আসনের মোছা. মর্জিনা মিম চশমা, ৩ নং আসনের। দ্বিতীয়বার সাবেক কাইন্সলর কামরুন্নাহার আন্না চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১ নং ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু (উটপাখি), ২ নং ওয়ার্ড থেকে শরীফুল ইসলাম (পাঞ্জাবি), ৩ নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান (উটপাখি), ৪ নং ওয়ার্ড থেকে কাজী শাহীনুল ইসলাম (ব্রিজ), ৫ নং ওয়ার্ড থেকে আজিম উদ্দীন গাজী (পানির বোতল), ৬ নং ওয়ার্ড থেকে মো. আসাদুজ্জামান (উটপাখি), ৭ নং ওয়ার্ড থেকে মজনুর রহমান (ব্রিজ), ৮ নং ওয়ার্ড থেকে হাসানুজ্জামান তাজিন (ব্রিজ) ও ৯ নং ওয়ার্ড থেকে কামাল হোসেন (পাঞ্জাবি) নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে যশোররে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।
বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ হাজার ৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫ হাজার ৩ শত ৪১ জন।
তারমধ্যে ১৭হাজার ৫ শত ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে অবৈধ ভোটের সংখ্যা ৭৭। নির্বাচনে প্রায় ৫৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। এই প্রথমবার বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে নতুন অভিজ্ঞতার সাথে সাধারণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024