Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ৩০ জুলাই ২০২৩

যে কারণে আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

কারিগরি ত্রুটি কাটিয়ে উৎপাদনে আসার ১০ দিনের মাথায় ফের বন্ধ হয়ে গেল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা আসার পর আগামী ৮ আগস্ট বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগেও কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়েছিল।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়লা সংকটের কারণে শনিবার মধ্যরাত থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাওয়া যাবে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় এই তাপ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন। পরে ২০ জুলাই দুপুর থেকে আবার উৎপাদন শুরু হয়।

আইনিউজ/ইউএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়