Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)

প্রকাশিত: ১৮:৪৩, ৯ আগস্ট ২০২৩

রাণীশংকৈল উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

ঘর হস্তান্তরের পর ফটোসেশনে ঘর পাওয়া ভূমি ও গৃহহীন মানুষ। ছবি- আই নিউজ

ঘর হস্তান্তরের পর ফটোসেশনে ঘর পাওয়া ভূমি ও গৃহহীন মানুষ। ছবি- আই নিউজ

জাতীয়ভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। 

বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। 

নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,  সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি সভাপতি আতাউর রহমান, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২১০ জন উপকারভোগীর হাতে জমি ও ঘরের দলিলপত্র তুলে দেয়া হয়। 

প্রসঙ্গত, উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৩৮ জন উপকারভোগীকে জমিসহ ঘর দেয়া হলো। 

এর পরেও, কোনো ভূমিহীন-গৃহহীন বাদ পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদেরকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে মর্মে সহকারী কমিশনার(ভূমি) জানান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়