Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম

প্রকাশিত: ১২:০৭, ১২ আগস্ট ২০২৩

কেন্দুয়ার বলাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প স্থানান্তর

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল মৌজার খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প সরিয়ে নেওয়া হচ্ছে। গত ১ জুলাই, ২০২২ তারিখে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বলাইশিমুল ইউনিয়নবাসী শতবর্ষী প্রাচীন বলাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প অন্যত্র স্থাপনের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।

১৪ আগস্ট, ২০২২ তারিখে সেই আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়েরকৃত একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

উক্ত খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ও বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। রুলে খেলার মাঠের শ্রেণি পরিবর্তন কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ঐতিহাসিক বলাইশিমুল মাঠটি মাঠ হিসেবে সংরক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিলো।

এছাড়া, গত ২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বলাইশিমুল ঈদগাহ মাঠে বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটি একটি মহাসমাবেশের আয়োজন করে। 

বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মণ্ডলের সভাপতিত্বে ও আহ্বায়ক আবুল কালাম আল আজাদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নিজেরা করির নির্বাহী প্রধান খুশী কবির, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, তেঁতুলতলা মাঠরক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়