মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
ডিমলায় ভাঙ্গা বাঁধের কারণে হুমকির মুখে কয়েকশ বিঘা আমনের জমি
ছবি- আই নিউজ
নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নে কচুবাড়ীর দলায় এখন বর্ষার পানি। এরই মাঝে দাড়িয়ে আছে মাঠে জুড়ে আমন ধানের বিস্তীর্ণ সবুজ মাঠ। মাঠের সবুজ দৃশ্যটি চোখ জুড়ালেও এর পেছনে রয়েছে কয়েকশত কৃষকের হাসি-কান্না।
কৃষকদের অভিযোগ, প্রতিবছর ঐ এলাকার প্রায় কয়েক হাজার বিঘা জমি কৃষকরা বর্ষা মৌসুমে আমন ধান রোপন করতে পারে না। প্রায় ৬০ মিটার বুড়ি তিস্তা নদীর ভাঙ্গা বাঁধটি সংস্কারের অভাবে এলাকার কৃষকদের প্রায় কয়েকশত বিঘা জমির রোপনকৃত আমন আবাদ হুমকির মুখে। ফলে প্রতিনিয়ত ঐ এলাকার কৃষকেরা অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করে আসছে। বাঁধটি মেরামত সহ বুড়িতিস্তা নদী খননের দাবী এলাকাবাসীর।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সরে জমিনে দেখা যায়, বুড়িতিস্তা নদীর পূর্বপাশ ঘেষা কচুবাড়ীর দলা সংলগ্ন বাঁধটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মেরামত করা হয়নি। মেরামত না হওয়ায় নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, দক্ষিন সুন্দর খাতা গ্রামের কৃষকদের প্রায় হাজার হাজার বিঘা জমিগুলো আমন ধান চাষাবাদে অনুপযোগী। ফলে কৃষকদের জমিগুলো প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পতিত থাকে।
এ বছর বর্ষার পানি কম থাকায় কৃষকদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। কৃষকরা কয়েকশত বিঘা জমিতে আমন ধান রোপন করে। বুড়ি তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে রোপনকৃত আমন ধানের চারা গুলো পানিতে ডুবে আছে আবার কোথাও কোথাও পচে নষ্ট হয়ে গেছে। বাঁধটির ভাঙ্গা অংশ দিয়ে বুড়ি তিস্তা নদীর পানি প্রবাহের ফলে চলতি মৌসুমে চাষাবাদকৃত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশুসম্ভাবনা রয়েছে।
একাধিক কৃষক আই নিউজ প্রতিবেদককে জানান, বাঁধ মেরামত না করায় দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে আমন ধান চাষাবাদ করতে পারছেন না এ এলাকার সাধারন কৃষকরা। বাঁধ নির্মান করে জমিগুলো বছরে দুই থেকে তিনটি ফসল চাষযোগ্য করার দাবীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরসহ আবেদন দিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, জমিগুলো প্রতি বৎসরে পতিত থাকে শুধু বুড়ি তিস্তা নদীর বাঁধটি সংস্কার না হওয়ার কারণে। বাঁধটি মেরামত করা হলে অত্র এলাকার কৃষকরা জমিগুলোতে নির্ভয়ে আমন ধান চাষাবাদ করতে পারবে।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বর্ষার পানিতে বাঁধটি কয়েক বছর আগে ভেঙ্গে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে বাঁধটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, কী কারণে এত দীর্ঘ সময় বাঁধটি সংস্কার করা হয়নি তা খতিয়ে দেখা হবে এবং বাঁধটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024