মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)
গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে খানসামায় বিক্ষোভ মিছিল
ছবি- আই নিউজ
তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সকালে উপজেলার ছাত্রলীগের দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এসে শেষ হয়। এরপরে ওই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নুর আলম মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাস, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক কৃষকলীগ নেতা মোজাহারুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান, খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ ও যুগ্ম আহ্বায়ক মাহবুব সুমন, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়র নেতাকর্মীবৃন্দ।
সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে তাও ছিল জননেত্রীকে হত্যার চেষ্টা। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024