হুমায়ুন কবির, তারাকান্দা
আপডেট: ১২:০৮, ৭ সেপ্টেম্বর ২০২৩
খালাতো ভাইর সঙ্গে স্ত্রীর প-র-কি-য়া, স্বামীর হাত প্রেমিক খু-ন
সিধলং বিল থেকে লা-শ উ-দ্ধা-র করতে যাচ্ছে পুলিশ। ছবি- আই নিউজ
ময়মনসিংহের তারাকান্দায় নি-খোঁ-জে-র তেরো দিন পর খোঁজ মিলল প-র-কি-য়া-র বলি হয়ে প্রেমিকার স্বামীর হাতে প্রা-ণ হারানো প্রেমিকের। নি-হ-ত প্রেমিক বাবুল মিয়ার (৪৫) এর লা-শ উ-দ্ধা-র করেছে তারাকান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দা থানার একটি অ-প-র-ণে-র ঘটনায় জড়িত আ-সা-মি-দে-র-কে ঢাকা তুরাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে খু-ন এবং খু-নে-র ব্যাপারে বিস্তারিত জানায় আসামিরা। তাঁরা পুলিশের কাছে বলেছে শ্বা-স-রো-ধ করে বাবুলহে খু-নে-র কথা। খু-নে-র পর লা-শ নেত্রকোনার সিধলং বিলের মধ্যখানে মাটির নিচে পুতে রাখে আসামিরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা-শ-টি উদ্ধার করে ঘটনার বিস্তারিত জানতে সক্ষম হয়। নি-হ-ত বাবুল মিয়া তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃ-ত হাসেন আলীর ছেলে।
ঘটনার ব্যাপারে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, কোদালিয়া গ্রামের মৃ-ত হাসেন আলীর ছেলে বাবুল মিয়ার সাথে মামাতো বোন সখিনা বেগমের সাথে প-র-কি-য়া সম্পর্ক ছিল। অ-বৈ-ধ সর্ম্পকের ঘটনা সখিনার স্বামী জানতে পেরে স্ত্রীকে সা-ব-ধা-ন করেন। কিন্তু তারপরও সখিনা ও বাবুলকে থামানো যায় নি।
আসামিদের স্বীকারুক্তিতে পাওয়া তথ্য জেনে লা-শ উ-দ্ধা-র করতে যাচ্চেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ছবি- আই নিউজ
এ ঘটনার জের ধরে স্ত্রী সখিনাকে দিয়ে তার স্বামী শাহজাহান মিয়া তার মামাতো ভাই বাবুল মিয়াকে গত ২৪ আগস্ট ডেকে নিয়ে আসে। সে রাতেই দুজনে মিলে পরিকল্পনা করে বাবুল মিয়াকে হ-ত্যা করে সিধলং বিলের মাঝখানে ছালার বস্তার ভিতর ভরে একটি খুটি দিয়ে পুতে রাখে।
ঘটনার পর থেকে বাবুলের পরিবার শুধু জানতো বাবুল নি-খোঁ-জ রয়েছেন। তবে তাঁর বাড়ির অনেকে সখিনার সাথে বাবুলের পরকিয়া প্রেমের ঘটনা জানতো। তারা নিখোঁজের ঘটনাটি খুব একটা গুরুত্ব দেয়নি। গত ৩ সেপ্টেম্বর বাবুল মিয়ার ছেলে সোহেল মিয়া তার বাবা নি-খোঁ-জে-র ঘটনায় তারাকান্দা থানায় একটি জিডি করে। সেই জিডির সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জরিত তার মামাতো বোন সখিনা বেগম ও তার স্বামী শাহজাহান মিয়াকে ঘটনার সাথে জড়িত সন্দেহে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলার মহিষবেড় গ্রামের মৃ-ত জালাল উদ্দিনের পুত্র শাহজাহান মিয়া (৪৫) এবং তার স্ত্রী সখিনা বেগম (৪০)।
গ্রেপ্তারের পর তাদের পথ নির্দেশনায় সিধলং বিল থেকে পুলিশ লা-শ উ-দ্ধা-র করতে সক্ষম হয়। এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি হ-ত্যা মামলা দায়ের করা হয়েছে।
লা-শ উ-দ্ধা-র করে ম-য়-না-ত-দ-ন্তে-র জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যপারে আইনগত সকল কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024