রাজু দত্ত, কমলগঞ্জ
কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন
ছবি- আই নিউজ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তার বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তাবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকল লাল সাহা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা এড. নবেন্দু ভট্টাচার্য্য, প্রত্যুষ ধর, আওয়ামীলীগ নেতা ধীরেন্দ্র ধর, নারায়ণ মল্লিক সাগর, রনজিত অধিকারী, নির্মল কুমার সিংহ, সুবল দেব, হিমাংশু পাল, স্বপন দেবনাথ, হিমাংশু রুদ্রপাল প্রমুখ।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা শহরের চৌমোহনা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাশ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধন পালিত হয়। এই কর্মসূচিতে জেলা, সদর উপজেলা, পৌরসভা শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। আমরা প্রত্যাশা করি অবিলম্বে প্রধানমন্ত্রী এই তিনটি দাবী বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024