বিশেষ প্রতিনিধি
কমলগঞ্জ ও বড়লেখায় ৪৯ বোতল বিদেশি মদসহ আটক ৩
বিদেশী মদসহ পুলিশের কাছে আটক যুবকরা। ছবি- RMB
কমলগঞ্জে পুলিশের বিশেষ পৃথক দুই অভিযানে ২৯ বোতল বিদেশি মদসহ মিশন কান্তি দাস (৩৩), রাখাল মৃধা (২০) এবংছোটন ক্ষত্রী (৩০) নামের তিন যুবককে আটক করা হয়েছে। আর বড়লেখার দাসেরবাজার এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদসহ মিশন কান্তি দাস (৩৩) নামে অপর একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) কমলগঞ্জ এবং বড়লেখায় আলাদা আলাদা অভিযানে তাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এসআই জাহেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল বড়লেখার দাসেরবাজার কলেজ রোড এলাকার মোবারক আলী মার্কেটের সামনে থেকে মিশন কান্তি দাস নামে একজনকে আটক করে। এসময় আটককৃতের দেহ তল্লাশী করে প্যান্টের দুই পকেট থেকে ২ বোতল ৩৭৫ মিলি. ভারতীয় মদের বোতল জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য এক পলাতক আসামির ফেলে যাওয়া একটি পাটের বস্তার ভেতর থেকে ৩৭৫ মিলি. পরিমাপের ২১ বোতলসহ মোট ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অপরদিকে একই দিন রাতে কমলগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ০৬ বোতল ভারতীয় মদসহ ১। রাখাল মৃধা (২০) ও ২। ছোটন ক্ষত্রী (৩০) নামে দুই যুবককে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ সেপ্টেম্বর) রাতে এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদেরকে আটক করে।
এসময় আটককৃতদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৭৫০ মিলি. ৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটককৃতরা শ্রীমঙ্গল থানাধীন হুসনাবাদ চা বাগানের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তারা মদের বোতলগুলো ভারতীয় সীমান্ত থেকে সংগ্রহ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এদিকে এই দুই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ ও বড়লেখা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024