Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১২:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা 

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা। ছবি- আই নিউজ

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা। ছবি- আই নিউজ

ছাত্রছাত্রীদের জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষকদের সুপরামর্শ প্রদানের লক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

বুধবার (২০ সেপ্টেম্বর) তিনি ওই দুটি বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন, লাহিড়ী উচ্চ ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক স্নেহের ও শ্রদ্ধার। শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীকে মানুষ করে গড়ে তোলা ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা। শিক্ষার্থীর কর্তব্য শিক্ষককে নিষ্ঠার সঙ্গে অনুসরণ করা। একমাত্র মানুষকেই দুইবার জন্মগ্রহণ করতে হয়। একবার মায়ের গর্ভে আর একবার শিক্ষা অর্জনের জন্য স্কুলে। আর এই শিক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষক। শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কটা পৃথিবীর সেরা সম্পর্কের একটি। এই সম্পর্ক ঠিক রাখার জন্য প্রথমত শিক্ষার্থীকে বিনয়ী হতে হবে। বিনয়ী হওয়া একটা মস্ত বড় গুণ। শিক্ষককে শিক্ষার্থীর মন-মেজাজ বুঝে কৌশলে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। 

পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য  প্রদান করেন। তিনি এ সময় ইন্টারনেট, ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিক নির্দেশনাও দেন।

পুলিশ সুপার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে হবে এবং তাদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করতে হবে। তাহলে তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। এতেকরে অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন পুলিশ সুপার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়