ঠাকুরগাঁও প্রতিনিধি
বিদ্যানন্দের শিক্ষা বৃত্তি পেল ঠাকুরগাঁওয়ের ১০০ শিক্ষার্থী
ছবি- আই নিউজ
ঠাকুরগাঁও জেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেওতে শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও জেলার তিনটি উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ চার হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণ সহ সর্বমোট পাঁচ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন লেভেলে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।
বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য জনাব ফারুখ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. সোলেমান আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন " বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সারাদেশে ভালো কাজ করে আসছে। ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিদ্যানন্দের এই উদ্যোগ প্রশংসনীয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীরা অবশ্যই মাদক থেকে দূরে থাকবে ও শিক্ষাবৃত্তির টাকা অপচয় না করে ভালোকাজে ব্যবহার করবে।
ফারুখ আহমেদ তার বক্তব্যে জানান, "শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে সারা দেশ ব্যাপী বিভিন্ন জেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে।"
দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান।
সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক "কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট" পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024