Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ইয়ানূর রহমান

প্রকাশিত: ১১:০৩, ১৫ অক্টোবর ২০২৩

শুল্ক ছাড়াই বেনাপোল দিয়ে বাংলাদেশে এলো ১০৪টি মহিষ

এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই। ছবি- আই নিউজ

এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই। ছবি- আই নিউজ

শুল্ক ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০৪ টি মহিষ আমদানি করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর ) সন্ধ্যায় ভারতের হারিয়ানা থেকে ৭টি ট্রাকে করে মহিষগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। 

কাস্টমস সুত্র জানায়, আমদানিকৃত মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে। দুধ উৎপাদনের জন্য ৪৮ টি বড় গাভী, ৪৮ টি বাছুর ও ৮টি ষাঁড় (প্রজনন) আমদানির দরপত্র দেওয়া হয়। বাংলাদেশের আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষ গুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক নোরায়াল ডেইরি ফার্ম।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। 

মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৭.২০ মার্কিন ডলার। এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে বলে জানায় বেনাপোল বন্দরের কাস্টমস সূত্র।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়