মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
ডিমলায় ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ
ডিমলায় জব্দ হওয়া ট্রাক ভর্তি সার। ছবি- আই নিউজ
নীলফামারীর ডিমলায় ট্রাক ভর্তি ৪০১ বস্তা ভেজালকৃত ডলোমাইট সার (পাউডার) জব্দ করেছে কৃষি বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর তিতপাড়া আলম ব্রীজ থেকে পরিবহনের সন্দেহতীত ভাবে ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপসহকারী কৃষি অফিসার আব্দুল খালেক ও স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত ডলোমাইট সার জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে আসেন।
জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী।
কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুর এর একটি প্রতিনিধি দল গত ৯ অক্টোবর টুনিরহাট বাজারের সার ব্যবসায়ী ও বিএডিসির ডিলার ফজির উদ্দিনের গুদামের ৩১০ বস্তা ডলোমাইট পাউডার জব্দ করে জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুরে প্রেরণ করে। প্রেরিত সার নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল সরকারী বিনির্দেশ (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.০০%, মোট ম্যাগনেসিয়াম(Mg) নূন্যতম ২০.০০% থাকার কথা সেখানে ল্যাব-১৯৯০ এ জব্দকৃত ডলোমাইট পাউডার পরীক্ষায় প্রাপ্ত ফলাফল (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.৫০%, মোট ম্যাগনেসিয়াম (Mg) নূন্যতম ১.০৫% থাকায় সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ এর ১৭(২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল হিসেবে স্বীকৃতি পায়। ভেজালকৃত ডলোমাইট সার গত ২ নভেম্বর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, সরকারী নীতিমালা ভঙ্গ করে এধরেনর ডলোমাইট সার পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ভাবে ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ করা হয়। ডলোমাইড পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে । নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল বিশ্লেষন করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই উপজেলা কৃষিবিদ।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি

























