ইমরান আল মামুন
এক নজরে জামালপুর জেলা দেখুন
আজকে আমরা জানবো এক নজরে জামালপুর জেলা সম্পর্কে। অর্থাৎ এই জেলার খুঁটিনাটি সকল বিষয় যেমন জামালপুর কেন বিখ্যাত এবং এর দর্শনীয় স্থান সম্পর্কে। চলুন আজকে আমরা এ বিষয়ে সম্পর্কে জেনে নেই।
বাংলাদেশে মোট ৬৪ টি জেলা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জামালপুর। পূর্ববর্তী সময়ে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অধীনে রয়েছে। এখানে বসবাসের মানুষের সংখ্যা প্রায় কয়েক লক্ষ। অন্যান্য জেলার মতো এখানে রয়েছে নানা ধরনের দর্শনীয় স্থান এমন অনেক গণ্যমান্য ব্যক্তিরা দেশের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করেছেন এমন। আজকে আপনাদেরকে এ বিষয়ে সম্পর্কে আপনাদেরকে জানাবো। যদি আপনার বাসা জামালপুর হয় তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই জ্বালা সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়।
এক নজরে জামালপুর জেলা দেখুন
জামালপুর জেলার ইতিহাস এবং অবস্থান
জেলা বহু আগে সৃষ্টি হয়নি বরং সৃষ্টি হয়েছে নির্দিষ্ট সময়ের পর থেকে এমনকি এর পেছনে রয়েছে আরও নানা ধরনের ইতিহাস। ধারণা করা হয় যখন সম্রাট আকবর দিল্লির সম্রাট ছিলেন তখন এই অঞ্চলে হযরত শাহ জামাল নামের একজন ইসলাম ধর্ম প্রচারক আছেন। সাথে আরো আসেন ২০০ জন সঙ্গী। খুব দ্রুত সময়ের মধ্যে তিনি ধর্মীয় নেতা হিসাবে প্রাধান্য বিস্তার লাভ করতে শুরু করে। সেই থেকে তার নাম অনুসারে এই অঞ্চলের নাম দেওয়া হয় জামালপুর। মূলত এটি যমুনার নদীর তীরে অবস্থিত।
মূলত জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশয় অবস্থিত। ময়মনসিং বিভাগের প্রশাসনিক অঞ্চলের আওতাভুক্ত এটি। চারদিকে রয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ জেলা, শেরপুর এবং সিরাজগঞ্জের কিছু অংশ।
জামালপুর জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
জামালপুরে রয়েছে মোট সাতটি উপজেলা। এখানে রয়েছে আরও প্রশাসনিক অঞ্চলগুলো যেগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব তবে এখন শুধুমাত্র আমরা এই উপজেলা সম্পর্কে জানব।
- জামালপুর সদর
- সরিষাবাড়ী
- মেলান্দহ
- মাদারগঞ্জ
- বকশীগঞ্জ
- দেওয়ানগঞ্জ
- ইসলামপুর
জামালপুর জেলার মোট জনসংখ্যা এবং আয়তন কত
যদি আপনি এক নজরে জামালপুর জেলা সম্পর্কে জানতে চান তাহলে এর আয়তন এবং জনসংখ্যা সম্পর্কেও জানা দরকার। কারণ একটি এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এর আয়তন এবং জনসংখ্যা। জামালপুর জেলার মোট আয়তন হচ্ছে ২০৩১.৯৮ বর্গ কিলোমিটার। আর মোট জনসংখ্যা হচ্ছে 23 লক্ষ 84 হাজার 810 জন। এটি হচ্ছে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী। বর্তমানে জনসংখ্যা এর থেকে কমেছে অথবা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা নিচে থেকে জানব কোন উপজেলায় কত জনসংখ্যা রয়েছে সে বিষয়টি।
উপজেলা অনুসারে জনসংখ্যা
জামালপুর সদর ৬৪০৫৩৯ জন
বকশিগঞ্জ ২৬৮৫১৭ জন
মেলান্দহ ৩২৫৫৫০ জন
দেওয়ানগঞ্জ ২৬৮৫১৭ জন
ইসলামপুর ৩১০৩২৮ জন
মাদারগঞ্জ ২৭৪১০৫ জন
সরিষাবাড়ী ৩৩৮৪৪৪ জন
মোট ২৩,৮৪,৮১০ জন
জামালপুরের শিক্ষার হার কত
আপনি যদি জামালপুরে বসবাস করেন অথবা দেশের সকল জেলা সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে জামালপুরের শিক্ষার হারাও জানতে হবে। বর্তমান সময়ে জামালপুরের শিক্ষার হার হচ্ছে ৩৮.৫ শতাংশ। যেখানে ছেলেদের পরিমাণ ৪১.১ শতাংশ এবং মেয়েদের পরিমাণ ৩৫.৯ শতাংশ।
জামালপুর জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং অন্যান্য সরকারি অফিস সমূহ
এখন আমরা এক নজরে জামালপুর জেলা জানতে সে তো আমাদের এর বিভিন্ন প্রশাসনিক এবং সরকারি দপ্তর সমূহের বিভিন্ন তথ্যগুলো জানা দরকার। আসুন আমরা নিচে থেকে এগুলো দেখে নেই।
- জনসংখ্যার ঘনত্বঃ ১১৭৩( প্রতি বর্গ কিঃ মিঃ)।
- বাসিন্দাদের ধর্মঃ ৯৫% মুসলমান, ৪% হিন্দু, অন্যান্য ১%।
- নদীঃ ব্রহ্মপুত্র, যমুনা ও ঝিনাই।
- ফায়ার সার্ভিসঃ ০৫টি।
- প্রশিক্ষণ কেন্দ্রঃ ১টি।
- কোল্ড স্টোরেজঃ ০৪টি।
- মুক্তিযোদ্ধা সংসদঃ ০৮টি।
- মুক্তিযুদ্ধ প্রশিক্ষণকেন্দ্রঃ ৪টি।
- ডাকঘরঃ ১টি (প্রধান ডাকঘর)।
- বন বিভাগে নার্সারীর সংখ্যাঃ সরকারি ০২টি ও বেসরকারি ৩০টি।
- টেলিফোন এক্সচেঞ্জঃ ১টি ( প্রধান)।
- ব্যাংকের সংখ্যাঃ ২৫টি।
- খাদ্য গুদামঃ ০৮টি।
- খাদ্য গুদামের ধারণ ক্ষমতাঃ ১৫০০০ মেঃটন
জামালপুর জেলার ঐতিহ্য এবং জামালপুর জেলা কেন বিখ্যাত
প্রতিটি জ্বালার মত জামালপুর বিভিন্ন কারণে বিখ্যাত এবং জনপ্রিয়তা অর্জন করে আসছে। এখন আমরা এক নজরে জামালপুর জেলার এই বিখ্যাত বিষয়গুলো নিয়ে জানব। জামালপুরের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে;
- ইসলামপুরের কাঁসার বাসন এবং গুড়
- মেলান্দহের তেল এবং তামাক
- দেওয়ানগঞ্জের চিনি এবং আঁখ
- জামালপুরের সার কারখানা এবং পাট শিল্প
- যমুনার এবং এর দর্শনীয় স্থান
- জামালপুর সদরের আনারস, বুড়িমার মিষ্টি, পান ইত্যাদি।
জামালপুরের শিক্ষাপ্রতিষ্ঠান
অন্যান্য অঞ্চলের মত জামালপুরে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখন আমরা জানবো কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এমন হাসপাতালের তালিকা গুলো।
- সরকারি টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ - ১টি
- সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট - ১টি
- সরকারি পল্লী উন্নয়ন একাডেমি - ১টি
- সরকারি ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজি -১টি
- সরকারী কলেজ - ৮টি,
- বেসরকারী কলেজ - ২০টি,
- সরকারি মাধ্যমিক বিদ্যালয় - ৭টি,
- বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় - ২২৪টি,
- মাদ্রাসা-১১০টি,
- বেসরকারি বিশ্ববিদ্যালয় - ১টি,
- সরকারি মেডিকেল কলেজ - ১টি,
- সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল - ১টি
- হোমিওপ্যাথি কলেজ - ১টি,
- কৃষি গবেষণা কেন্দ্র - ১টি,
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-২টি,
- জুনিয়র হাই স্কুল - ৩৮টি,
- সরকারি প্রাথমিক বিদ্যালয় - ৫৮৮টি,
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ৩৯০,
- কিন্ডার গার্টেন স্কুল - ১৭৬টি
- আইন কলেজ - ১টি,
- কারিগরি স্কুল এন্ড কলেজ-২টি।
জামালপুর জেলার দর্শনীয় স্থানগুলো কোনটি কোনটি
প্রতিবছর অনেক পর্যটকরা দেশ-বিদেশ থেকে জামালপুরে ঘুরতে আসে এর দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। বিশেষ করে সারাটা বাংলাদেশ থেকে স্কুল থেকে যে বনভোজনের আয়োজন করা হয় তার বড় একটি অংশ এ জামালপুরের দর্শনীয় স্থানগুলো দেখতে ভ্রমণ করে।
- হযরত শাহ জামাল -এর মাজার - জামালপুর সদর
- শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, সদর
- আলেয়া গার্ডেন, জামালপুর সদর;
- হযরত শাহ কামাল -এর মাজার - দুরমুঠ, মেলান্দহ উপজেলা।
- মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টর ধানুয়া কামালপুর বকশীগঞ্জ উপজেলা;
- বকশীগঞ্জ জুট স্পিনার্স মিল লিঃ ও লেদার মিল লিঃ;
- দয়াময়ী মন্দির - জামালপুর সদর;
- ধানুয়া কামালপুর স্থলবন্দর- বকশীগঞ্জ উপজেলা
- মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ -ধানুয়া কামালপুর বকশীগঞ্জ উপজেলা
- যমুনা সার কোম্পানি লিমিটেড- তারাকান্দি, সরিষাবাড়ী;
- জিল বাংলা চিনিকল - দেওয়ানগঞ্জ;
- মধুটিলা ইকোপার্ক
- পোল্লাকান্দি ব্রিজ
- আঙর বাড়ি-বকশীগঞ্জ
- হরিশচন্দ্রের দীঘি - দেউর পাড় চন্দ্রা,জামালপুর
- ইন্দিরা- উত্তর দেউর পাড় চন্দ্রা
- যমুনা সিটি পার্ক - পোগলদিঘা, সরিষাবাড়ী;
- উলিয়া বাজার পাইলিং ঘাট, ইসলামপুর উপজেলা।
- গান্ধী আশ্রম,হাজীপুর।
- যমুনা পাড়, দেওয়ানগঞ্জ।
- ৩৫ বিজিবি ক্যাম্প,সদর
- কালীবাড়ী,সরিষাবাড়ি
- মেন্দা সুলতান স্টেডিয়াম-সদর
- পাথরেরচর ব্রিজ
- বাহাদুরাবাদ ঘাট, কুলকান্দি, ইসলামপুর উপজেলা।
- হাইওয়ে রোড,খরকা বিল,মাদারগঞ্জ উপজেলা।
- স্বপ্ননীল পার্ক, সাতপোয়া, সরিষাবাড়ী।
- লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক-বেলটিয়া, জামালপুর।
- বোসপাড়া গ্রামীণ ব্যাংক
- যমুনা জেটি ঘাট -জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী;
- গুঠাইল বাজার ঘাট, ইসলামপুর উপজেলা।
- তরফদার খামারবাড়ি, জগন্নাগঞ্জঘাট।
- মেয়র পার্ক,পপুলার মোড়,সরিষাবাড়ী।
বিখ্যাত ব্যক্তিবর্গ জামালপুর জেলার
আসুন আমরা এখন এক নজরে জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নামের তালিকা দেখে নেই। এ জেলার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যারা দেশের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করেছে এবং স্বাধীনতার ক্ষেত্রেও অনেক অবদান রেখেছেন।
- আবুল হোসেন (জামালপুরের রাজনীতিবিদ)
- আব্দুল কাইয়ুম
- এ কে এম ময়নুল হক
- এম রশিদুজ্জামান মিল্লাত
- করিমুজ্জামান তালুকদার
- রাজিয়া মজিদ
- আব্দুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮) - নাট্যব্যক্তিত্ব।
- মুহাম্মদ মাহফুজুল ইসলাম =প্রকৌশলী।
- আলমাস হোসেন
- নাদেরুজ্জামান খান
- নোলক বাবু: কন্ঠশিল্পী।
- মেহের আফরোজ শাওন
- নজরুল ইসলাম খান
- নিলোফার চৌধুরী মনি
- তহুরা আলী: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
- মোজাফফর হোসেন
- মোহাম্মদ রেজা খান
- শফিকুল ইসলাম খোকা
- শাহ নেওয়াজ
- সুলতান মাহমুদ বাবু
- সুলতানা রাজিয়া (রাজনীতিবিদ)
- সৈয়দ আবদুস সোবহান
- ফরিদুল হক খান-ধর্ম প্রতিমন্ত্রী
- আনোয়ারুল কবির তালুকদার
- মাওলানা নুরুল ইসলাম
- সুদীপ্ত সাঈদ খান
- বীরেন সোম
- গণেশ হালুই
এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানলেন এক নজরে জামালপুর জেলা সম্পর্কে। আরো অন্যান্য জেলার বিখ্যাত সকল তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।
এক নজরে গাজীপুর জেলার তথ্য
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024