ইমরান আল মামুন
এক নজরে কিশোরগঞ্জ জেলা
আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে কিশোরগঞ্জ জেলা সম্পর্কে। এ প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত এবং এর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। কারণ অনেক আগের থেকে এই জেলাটির জনপ্রিয়তা অনেক বেশি।
যদি কিশোরগঞ্জ জেলার নাম আসে তাহলে প্রথমেই আসে হাওরের কথা। কারণ প্রত্যেক বছর কিশোরগঞ্জের মানুষ ঘুরতে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই হাওর। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর অপরূপ দৃশ্য। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয় বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে। আর এখানে ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজকের আর্টিকেলে আমরা এর ইতিহাস এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানব।
কিশোরগঞ্জ জেলার ইতিহাস
এই জায়গাটি আজকে অথবা কালকে গড়ে ওঠেনি এটি গড়ে উঠতে সময় লেগেছে প্রায় কয়েকশ বছর। তবে এটা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে বেশ কয়েক দশক আগেই। ধারণা করা হয় ১৪৯১ সালে ময়মনসিংহের অধিকাংশ জায়গা দখল করে ফিরোজ শাহ। কিন্তু কিশোরগঞ্জ সে অঞ্চলের বাইরে থেকে যায়। এরপর ১৫৩৮ সালে মুঘলদের কাছে এবং ১৫৮০ সালে ভূয়াদের কাছে এটি শাসন হতে থাকে। এর পরবর্তী সময়ে এটি কিশোরগঞ্জ নামে প্রতিষ্ঠা হতে থাকে। তবে এর এখন পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি কেন কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের আয়তন এবং ভৌগোলিক অবস্থান
কিশোরগঞ্জ ঢাকা বিভাগের অধীনস্থ একটি জেলা। এর আশেপাশে রয়েছে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং আরো অন্যান্য অঞ্চলগুলো। এছাড়াও রয়েছে সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা। এর আয়তন হচ্ছে ২৬৮৯ বর্গ কিলোমিটার। ২০১১ সালের হিসাব অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ৩০ লক্ষ ২৮ হাজারের অধিক।
কিশোরগঞ্জ জেলার উপজেলা সমূহ
এই জেলাটিতে রয়েছে মোট ১৩ টি উপজেলা যার রয়েছে অনেকগুলো ইউনিয়ন। এখন আমরা এই ইউনিয়ন এবং উপজেলার তালিকা গুলো দেখে নিব। কেননা এক নজরে কিশোরগঞ্জ জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই এর উপজেলা সম্পর্কে জানাও জরুরী।
হোসেনপুর উপজেলা
- গোবিন্দপুর ইউনিয়ন
- শাহেদল ইউনিয়ন
- পুমদী ইউনিয়ন
- সিদলা ইউনিয়ন
- জিনারী ইউনিয়ন
- আড়াইবাড়ীয়া ইউনিয়ন
মিঠামইন উপজেলা
- গোপদিঘী ইউনিয়ন
- মিঠামইন ইউনিয়ন
- কাটখাল ইউনিয়ন
- বৈরাটি ইউনিয়ন
- ঘাগড়া ইউনিয়ন
- ঢাকী ইউনিয়ন
- কেওয়ারজোর ইউনিয়ন
ভৈরব উপজেলা
- আগানগর ইউনিয়ন
- শ্রীনগর ইউনিয়ন
- সাদেকপুর ইউনিয়ন
- কালিকাপ্রাসাদ ইউনিয়ন
- গজারিয়া ইউনিয়ন
- শিবপুর ইউনিয়ন
- শিমুলকান্দি ইউনিয়ন
বাজিতপুর উপজেলা
- মাইজচর ইউনিয়ন
- কৈলাগ ইউনিয়ন
- পিরিজপুর ইউনিয়ন
- দিলালপুর ইউনিয়ন
- গাজীরচর ইউনিয়ন
- হুমায়ুনপুর ইউনিয়ন
- দিঘীরপাড় ইউনিয়ন
- হালিমপুর ইউনিয়ন
- সরারচর ইউনিয়ন
- বলিয়ার্দী ইউনিয়ন
- হিলচিয়া ইউনিয়ন
পাকুন্দিয়া উপজেলা
- জাঙ্গালিয়া ইউনিয়ন
- পাটুয়াভাঙ্গা ইউনিয়ন
- সুখিয়া ইউনিয়ন
- চন্ডিপাশা ইউনিয়ন
- চরফরাদি ইউনিয়ন
- বুরুদিয়া ইউনিয়ন
- এগারসিন্দুর ইউনিয়ন
- হোসেন্দী ইউনিয়ন
- নারান্দী ইউনিয়ন
নিকলী উপজেলা
- নিকলী ইউনিয়ন
- দামপাড়া ইউনিয়ন
- কারপাশা ইউনিয়ন
- গুরুই ইউনিয়ন
- ছাতিরচর ইউনিয়ন
- সিংপুর ইউনিয়ন
- জারইতলা ইউনিয়ন
তাড়াইল উপজেলা
- তালজাঙ্গা ইউনিয়ন
- দিগদাইর ইউনিয়ন
- তাড়াইল-সাচাইল ইউনিয়ন
- রাউতি ইউনিয়ন
- ধলা ইউনিয়ন
- জাওয়ার ইউনিয়ন
- দামিহা ইউনিয়ন
কুলিয়ারচর উপজেলা
- উছমানপুর ইউনিয়ন
- রামদী ইউনিয়ন
- ছয়সূতি ইউনিয়ন
- ফরিদপুর ইউনিয়ন
- গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন
- সালুয়া ইউনিয়ন
কিশোরগঞ্জ সদর উপজেলা
- লতিবাবাদ ইউনিয়ন
- মাইজখাপন ইউনিয়ন
- রশিদাবাদ ইউনিয়ন
- মহিনন্দ ইউনিয়ন
- যশোদল ইউনিয়ন
- বৌলাই ইউনিয়ন
- কর্শাকড়িয়াইল ইউনিয়ন
- দানাপাটুলী ইউনিয়ন
- বিন্নাটি ইউনিয়ন
- মারিয়া ইউনিয়ন
- চৌদ্দশত ইউনিয়ন
করিমগঞ্জ উপজেলা
- কাদিরজঙ্গল ইউনিয়ন
- গুজাদিয়া ইউনিয়ন
- গুনধর ইউনিয়ন
- কিরাটন ইউনিয়ন
- বারঘরিয়া ইউনিয়ন
- জাফরাবাদ ইউনিয়ন
- নোয়াবাদ ইউনিয়ন
- নিয়ামতপুর ইউনিয়ন
- দেহুন্দা ইউনিয়ন
- সুতারপাড়া ইউনিয়ন
- জয়কা ইউনিয়ন
কটিয়াদী উপজেলা
- বনগ্রাম ইউনিয়ন
- লোহাজুরী ইউনিয়ন
- জালালপুর ইউনিয়ন
- সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন
- করগাঁও ইউনিয়ন
- চান্দপুর ইউনিয়ন
- মসূয়া ইউনিয়ন
- মুমুরদিয়া ইউনিয়ন
- আচমিতা ইউনিয়ন
ইটনা উপজেলা
- রায়টুটি ইউনিয়ন
- ধনপুর ইউনিয়ন
- মৃগা ইউনিয়ন
- জয়সিদ্ধি ইউনিয়ন
- চৌগাংগা ইউনিয়ন
- ইটনা ইউনিয়ন
- বড়িবাড়ী ইউনিয়ন
- বাদলা ইউনিয়ন
- এলংজুড়ি ইউনিয়ন
অষ্টগ্রাম উপজেলা
- দেওঘর ইউনিয়ন
- কাস্তুল ইউনিয়ন
- আদমপুর ইউনিয়ন
- খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন
- পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন
- অষ্টগ্রাম ইউনিয়ন
- বাংগালপাড়া ইউনিয়ন
- কলমা ইউনিয়ন
কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত?
আপনি কিশোরগঞ্জ জেলা সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু এর বিখ্যাত কি যেন সেটি জানবেন না তা হয় না। মূলত হাওরের জন্য এটি সবচেয়ে বিখ্যাত এছাড়া কিশোরগঞ্জের খাবার এবং অন্যান্য বস্তুর জন্য এর ব্যাপক জনপ্রিতা রয়েছে। তবে এর কিছু সেরা দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো এখন।
- শোলাকিয়া ঈদগাহ ময়দান
- পাগলা মসজিদ
- শহীদি মসজিদ
- চন্দ্রাবতী মন্দির
- দিল্লির আখড়া
- সৈয়দ নজরুল ইসলাম সেতু
কিশোরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা এবং শিক্ষার হার
প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য বিষয়ের জন্য বিখ্যাত হলেও এখানে সাক্ষরতার হার এবং শিক্ষার হার অনেকটা এগিয়ে রয়েছে। এখানে জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আসেন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে দেখে নেই।
- সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ
- রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ
- কটিয়াদী সরকারি কলেজ
- কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ
- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
- আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ
- কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়
- পাকুন্দিয়া সরকারি কলেজ
- কুলিয়ারচর সরকারি কলেজ
- গুরুদয়াল সরকারি কলেজ
- জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
- হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা
- সরকারি হাজী আসমত কলেজ, ভৈরব
- বাজিতপুর সরকারি কলেজ
- তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ
- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ
কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিবর্গেরা
বসবাস করেছে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিখ্যাত ব্যক্তিরা। এছাড়াও অনেকে দূর প্রান্ত থেকে এখানে স্থায়ী হয়ে গেছেন অনেক ব্যক্তি রায়। আসুন আমরা কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিদের তালিকাটি দেখে নেই এবং সঙ্গে তারা কি ছিলেন সেটি।
- ঈসা খান - বার ভূঁইয়ার অন্যতম।
- মুসা খান - বার ভূঁইয়ার অন্যতম।
- ফজলুর রহমান - সাবেক সংসদ সদস্য।
- আফজাল হোসেন - সংসদ সদস্য।
- বদরুল আরেফীন - সিনিয়র সচিব।
- আতিকুর রহমান মিশু - ফুটবলার।
- আনন্দকিশোর মজুমদার
- আব্দুর রউফ
- আবু বকর ছিদ্দিক: সাবেক সংসদ সদস্য।
- এম এ মতিন - বীর প্রতীক।
- মাজহারুল ইসলাম হিমেল - ফুটবলার।
- মুহিউদ্দীন খান - সাহিত্যিক, অনুবাদক ও ইসলামী পন্ডিত।
- জাকিয়া নূর লিপি - রাজনিতিবিদ।
- বিজয়া রায়
- মোহাম্মদ ইদ্রিস মিয়া - বীর প্রতীক।
- মোনায়েম খান রাজু - ফুটবলার
- সৈয়দ আশরাফুল ইসলাম - সাবেক সাংসদ ও মন্ত্রী
- সন্দীপ রায়
- আব্দুল হালিম হুছাইনী - ইসলামী আধ্যাত্মিক পন্ডিত।
- আব্দুল হাকিম রেজভী - ইসলামী ব্যক্তিত্ব।
- সুখলতা রাও
- মোহাম্মদ সাইদুজ্জামান - সাবেক অর্থমন্ত্রী।
- পুণ্যলতা চক্রবর্তী
- নলিনী দাশ
- সারদারঞ্জন রায় - ক্রিকেটার।
- কফিল আহমেদ
- সিরাজুল ইসলাম
- কৃষ্ণ ধর
- আছিয়া আলম - নারী নেত্রী।
- ইফ্ফাত আরা
- খায়রুল জাহান - বীর প্রতীক।
- হাবিবুল ইসলাম ভূঁইয়া - সাবেক আইনমন্ত্রী।
- হারুন-উর রশিদ
- মোহাম্মদ নাজিম উদ্দিন
- দেবব্রত বড়ুয়া পাল-ক্রিকেট খেলোয়াড়।
- লিলু মিয়া:বীর বিক্রম
- সৈয়দ শাফায়েতুল ইসলাম
- ফারহিনা আহমেদ - সচিব।
- মোহাম্মদ সাইদুর রহমান - প্রখ্যাত সাংবাদিক।
- মোহাম্মদ সেলিম
- মাসুম খান
- সৈয়দ নজরুল ইসলাম - বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি।
- বিপুল ভট্টাচার্য - কন্ঠশিল্পী।
- আতহার আলী - ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
- এবিএম জাহিদুল হক - সাবেক সাংসদ ও মন্ত্রী
- দ্বিজ বংশী দাস - মনসামঙ্গলের কবি।
- চন্দ্রাবতী - প্রথম বাঙালি মহিলা কবি।
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী - লেখক, চিত্রশিল্পী।
- কেদারনাথ মজুমদার - বিশিষ্ট ইতিহাসবিদ।
- সুকুমার রায় - কবি, গল্প লেখক ও নাট্যকার।
- ত্রৈলোক্যনাথ চক্রবর্তী - ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- মোহিনীশঙ্কর রায়
- আবদুল হামিদ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
- ফরীদ উদ্দীন মাসঊদ - ইসলামিক পন্ডিত।
- মোহনকিশোর নমোদাস - ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- মনির উদ্দীন ইউসুফ - বিখ্যাত ফার্সীগ্রন্থ শাহনামা অনুবাদক।
- চুনী গোস্বামী - সাবেক ফুটবল খেলোয়াড়।
- নীরদচন্দ্র চৌধুরী - লেখক।
- আবদুল মুবীন - সাবেক সেনাপ্রধান জেনারেল।
- সঞ্জীবচন্দ্র রায়
- ফরহাদ আহম্মেদ কাঞ্চন - রাজনীতিবিদ।
- ইনাসুল ফতেহ - জাদুশিল্পী।
- এ কে এম খালেকুজ্জামান
- মুহিব খান - সাহিত্যিক ও ইসলামী পন্ডিত
- এ কে এম শামসুল হক - সাবেক সাংসদ, একুশে পদকপ্রাপ্ত।
- আইনুন নিশাত - শিক্ষাবিদ।
- এ এফ এম আবদুল আলীম চৌধুরী- চিকিৎসক এবং বুদ্ধিজীবী।
- আবু আহমদ ফজলুল করিম - সাবেক রাজনীতিবিদ ও চিকিৎসক।
- ইমদাদুল হক
- দিলারা বেগম
- মানু মজুমদার - রাজনীতিবিদ।
- জয়নুল আবেদীন - বাঙালি চিত্রশিল্পী।
- সত্যজিত রায় - চলচ্চিত্র নির্মাতা।
- আবুল ফতেহ - কূটনৈতিক ও রাজনীতিবিদ।
- জহুরুল ইসলাম - শিল্প উদ্যোক্তা।
- জিল্লুর রহমান - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
- আইভি রহমান - সংরক্ষিত আসনের সাংসদ।
- আবুল কাসেম ফজলুল হক - সাহিত্যিক।
- আনন্দমোহন বসু - বাঙালি রাজনীতিবিদ।
- ওসমান গণি - বাংলাদেশী শিক্ষাবিদ ও বিজ্ঞানী।
- মিজানুল হক - সাবেক সাংসদ।
- হাবিবুর রহমান দয়াল
- হারুন-অর-রশিদ
- এম এ কুদ্দুস
- আনিসুজ্জামান খোকন - সাবেক সাংসদ।
- বজলুল করিম ফালু - সাবেক সাংসদ।
- ওসমান ফারুক - সাবেক শিক্ষামন্ত্রী।
- মুজিবুল হক চুন্নু - সাংসদ ও সাবেক মন্ত্রী।
- শামীম আরা নিপা
- রিজিয়া পারভীন - কন্ঠশিল্পী।
- মোঃ মোজাম্মেল হোসেন - প্রাক্তন প্রধান বিচারপতি।
- রেবতী মোহন বর্মণ - সমাজতান্ত্রিক বিপ্লবী।
- খন্দকার মফিজুর রহমান
- নীহাররঞ্জন রায় - ইতিহাসবেত্তা।
- দেবব্রত বিশ্বাস - রবীন্দ্র সঙ্গীতশিল্পী।
- আবু তাহের মোহাম্মদ হায়দার - বীর উত্তম।
- নূর মোহাম্মদ - সাংসদ ও সাবেক আইজিপি।
- ইলিয়াস কাঞ্চন - চলচ্চিত্র অভিনেতা।
- গোলাম মুসাব্বির রাকিব - সংগীতশিল্পী।
- শাহ আব্দুল হান্নান - লেখক ও ইসলামী পন্ডিত।
- মোশাররফ হোসেন রুবেল - সাবেক ক্রিকেটার।
- শেখ রহমান - বাংলাদেশী মার্কিনী রাজনীতিবিদ।
- কৃষ্ণা দেবনাথ - বিচারক।
- এম এ মান্নান - সাবেক সাংসদ।
- মোহাম্মদ নুরুজ্জামান
- আব্দুল লতিফ ভূঁইয়া
- বিপ্লব কুমার সরকার - বাংলাদেশী পুলিশ কর্মকর্তা।
- আলমগীর হোসেন
- মনজুর আহমদ বাচ্চু -
- সিতারা বেগম - বীরপ্রতীক।
- হামিদুজ্জামান খান
- কবির উদ্দিন আহমেদ - রাজনীতি।
- মজিবুর রহমান
- মাসুদ হিলালী - রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
- মঞ্জুর আহমেদ বাচ্চু মিয়া - রাজনীতিবিদ।
- হেমেন্দ্রনাথ মজুমদার
- লীলা মজুমদার - বিখ্যাত বাঙালি লেখিকা।
- নীরদচন্দ্র চৌধুরী - লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
- মোহাম্মদ আরিফুল ইসলাম
- আতাউর রহমান খান - সাবেক সাংসদ।
- আতাউস সামাদ - একুশে পদক প্রাপ্ত সাংবাদিক।
- মির্জা আব্বাস - রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।
- শফিকুল ইসলাম
- শাহনাজ
- খান বাহাদুর আবদুল করিম - সাবেক শিক্ষামন্ত্রী।
- আবিদ আজাদ - কবি ও লেখক।
- আলাউদ্দিন আহম্মদ - সাবেক সাংসদ।
- মুহাম্মদ গোলাম তাওয়াব - সাবেক বিমান বাহিনীর প্রধান।
- আসাদুজ্জামান খান - সাবেক মন্ত্রী।
- আবদুল মোনেম খান - পৃ্র্ব পাকিস্তানের গভর্নর।
- আখতারুজ্জামান মেজর অব - সাবেক সাংসদ।
- জীবন রহমান
- মোহাম্মদ নূরুজ্জামান
- আবু আহমদ ফজলুল করিম
- আবদুর রউফ খান
- সৈয়দ-উজ-জামান - সাবেক মন্ত্রী।
- এইচ বি এম ইকবাল - সাবেক সাংসদ।
- লুৎফা তাহের - সংরক্ষিত আসনের সাংসদ।
- লুৎফর রহমান বিশ্বাস
- রাশিদা হামিদ
- শাফায়াত জামিল - সাবেক সেনা কর্মকর্তা, বীরবিক্রম।
- শ্যামলী নাসরিন চৌধুরী - একুশে পদকপ্রাপ্ত।
আশা করি এই আর্টিকেলে আপনারা এক নজরে কিশোরগঞ্জ জেলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে গেছেন। এইরকম আরো অন্যান্য জেলার সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024