ফুলবাড়ী (দিনাজপুর)
ফুলবাড়ীতে শীতে কাহিল মানুষ, ঘনকুয়াশায় দেখা মিলছে না সূর্যের
ছবি- আই নিউজ
দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন বৃষ্টির পর তাপমাত্রা মেনে শীত জেঁকে বসতে শুরু করেছে। ঘনকুয়াশায় দেখা মিলছে না সূর্যের। এতে ঠাণ্ডার শুরুতেই কাঁবু হয়ে পড়েছে জনজীবন। মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণিরাও কাবু হয়ে পড়েছে এই শীতে। দুপুরে সূর্য উঠলেও নেই তাপ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯ টায় তাপমাত্রা কমে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
জানা যায়, গত রোববার (১০ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা নেমেছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কর হয়েছিল পঞ্চগড়ে। যার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা যায়, সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ঘনকুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করেছেল ছোটবড় সব ধরনের যানবাহন বিভিন্ন যানবাহন। মানুষজনের খুব কম বের হয়েছেন বাসা-বাড়ি থেকে। যারা বের হয়েছেন কর্মের তাগিদে তারাও পুরোদমে শীতের কাপড়চোপড় পড়েই বের হয়েছেন। গৃহপালিত প্রাণীসহ বেওয়ারিশ বিভিন্ন পশু-পাখিতে কাবু হতে দেখা গেছে এই শীতে। কেউ কেউ শীতের দাপট থেকে বাঁচতে গরু ছাগলকেও চটের বস্তা মুড়িয়ে রেখেছেন।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯%। তবে সকাল ৯ টায় তাপমাত্রা কমে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
রোববার (১০ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমেছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আদ্রতা ছিল ৯৭%। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ে। যার তাপমাত্রা ছিল ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (৯ ডিসেম্বর) সর্বনিম্ন পমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে শীতবস্ত্রের কদর। এখন থেকেই জমজমাট ফুটপাতে বসা শীতের কাপড়ের দোকানগুলো।
রোববার (১০ ডিসেম্বর) রাতে নিমতলা মোড়স্থ সাবেক উর্বশী সিনেমা হলের পেছনে বসা পুরাতন শীতবস্ত্রের দোকানে দেখা যায়, কাপড়ের দোকানগুলোয় বেড়েছে মানুষের ভীড়। কম মূল্যে সেসব কাপড় ক্রয় করছেন শীতার্ত মানুষ। অন্যদিকে, কনকনে ঠাণ্ডায় ফুলবাড়ী উপজেলাসহ দিনাজপুর জেলাজুড়ে অসহায় মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। বিকেল থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। আর সকালে কাজের সন্ধানে বের হয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়ছেন বিপাকে।
শীতার্ত ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালক মোকছেদুল ইসলাম ও পথচার সামসুল আলম বলেন, হঠাৎ করে ফুলবাড়ীতে দুইদিন বিরতীহীন বৃষ্টি হওয়ায় শীতের তিব্রতা বৃদ্ধি পেয়েছে। কুয়াশার কারণে সকালে কোনো কাজকর্ম করা যাচ্ছে না। এখন গরম কাপড় পড়েও কনকনে ঠাণ্ডায় থাকা মুশকিল হয়ে যাচ্ছে।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, প্রচণ্ড ঠাণ্ডা শুরু হয়েছে। এতে শিশুসহ বয়স্করা কাবু হয়ে পড়ছে। নানান প্রকার শীত জনিত রোগবালাই দেখা দিচ্ছে ঘরে ঘরে। মানবিক সহায়তাকারীদের
উচিৎ এখন থেকেই শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, হঠাৎ দুইদিন বৃষ্টি হওয়ায় জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ধীরে ধীরে শীত আরো বাড়বে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024