ইমরান আল মামুন
এক নজরে নোয়াখালী জেলা
বাংলাদেশের অন্যতম একটি জেলা হচ্ছে নোয়াখালী। আমাদের প্রতি বেতনে আজকের আলোচনার বিষয় হচ্ছে এক নজরে নোয়াখালী জেলা সম্পর্কে। এই জেলা সম্পর্কে সকল তথ্যগুলোই উপস্থাপন করা হবে এই প্রতিবেদনে।
আমাদের দেশে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল জেলার নাম কেউ না বলতে পারলেও নোয়াখালীর নামটি সবার প্রথমে মনে থাকে প্রত্যেকে। এটি মনে রাখার যথেষ্ট কারণ রয়েছে। এখানে রয়েছে সকল বিখ্যাত ব্যক্তিবর্গেরা এবং বিখ্যাত সকল দর্শনীয় স্থানগুলো। জেলাটির ইতিহাস থেকে শুরু করে আমরা বর্তমান সময় পর্যন্ত সকল বিষয়গুলো জেনে নিব। তাহলে কথা না বাড়ি আমরা এখন সরাসরি চলে যায় আলোচনার মূল প্রসঙ্গে।
নোয়াখালী জেলার ইতিহাস
এই জেলা অতি প্রাচীনকাল থেকেই চলে এসেছে। এর প্রতিষ্ঠাতা কাল হচ্ছে ১৮৬৮ সাল। মূলত ভুলুয়া জেলাকে পরবর্তী সময়ে নামকরণ করে নোয়াখালী করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ধরনের প্রাথমিক পরীক্ষার পরেই এ জেলার সূচনা ঘটতে শুরু করে। প্রথমে এটি ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল। যার কারণে এখন পর্যন্ত বলা হয়ে থাকে বৃহত্তর নোয়াখালী। এর নামকরণ নিয়ে আরেকটি ইতিহাস রয়েছে। একটি নতুন খালের নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছে। নতুনকে তখন বলা হত নোয়া এবং কালকে কেন্দ্র করে বলা হতো নোয়াখাল পরবর্তী সময়ে এটা রূপান্তরিত হয় লোকে মুখে নোয়াখালী। যা বর্তমান সময় পর্যন্ত পরিচিতি লাভ করেছে এই নামেই।
নোয়াখালী জেলার আয়তন ও ভৌগোলিক স্থান
নোয়াখালীর জেলার আয়তন অন্যান্য জেলা তুলনায় অনেক বেশি। এর সর্বমোট আয়তন হচ্ছে ৪২০২ বর্গ কিলোমিটার। এই জেলাটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। জেলাটির উত্তরে রয়েছে কুমিল্লা এবং চাঁদপুর, দক্ষিণে রয়েছে বঙ্গ সাগর এবং মেঘনা নদী। পূর্বে রয়েছে ফেনী এবং চট্টগ্রাম জেলা আর পশ্চিমে রয়েছে লক্ষীপুর ও ভোলা জেলা। তবে বাংলাদেশের একটি মাত্র জেলা এটি যার নিজস্ব নামে কোন শহর নেই।
নোয়াখালী জেলার প্রশাসনিক এলাকা সমূহ
যদি এক নজরে নোয়াখালী জেলা সম্পর্কে জানতে চান তাহলে এর প্রশাসনিক অঞ্চলসমূহ সম্পর্কে জানতে হবে। এখানে রয়েছে নয়টি উপজেলা এবং দশটি থানা। এছাড়াও রয়েছে আরটি পড়ো সবার ৯৩ টি ইউনিয়ন। আমরা এই উপজেলা এবং ইউনিয়নের নামগুলো জানবো এখন।
কবিরহাট
- সুন্দলপুর,
- ধানসিঁড়ি,
- ঘোষবাগ,
- চাপরাশিরহাট,
- নরোত্তমপুর,
- ধানশালিক
- এবং বাটইয়া
কোম্পানীগঞ্জ
- সিরাজপুর,
- চর এলাহী
- চর পার্বতী,
- চর কাঁকড়া,
- চর ফকিরা,
- চর হাজারী,
- রামপুর,
- মুছাপুর
চাটখিল
- সাহাপুর,
- রামনারায়ণপুর,
- পরকোট,
- বদলকোট,
- মোহাম্মদপুর,
- পাঁচগাঁও,
- হাটপুকুরিয়া ঘাটলাবাগ,
- নোয়াখলা
- খিলপাড়া
নোয়াখালী সদর
- চর মটুয়া,
- পূর্ব চর মটুয়া
- আণ্ডারচর
- দাদপু্র,
- নোয়ান্নই,
- কাদির হানিফ,
- বিনোদপুর,
- নোয়াখালী,
- ধর্মপুর,
- এওজবালিয়া,
- নিয়াজপুর,
- কালাদরপ,
- অশ্বদিয়া,
বেগমগঞ্জ
- আমানউল্যাপুর,
- গোপালপুর,
- শরীফপুর
- কাদিরপুর
- জিরতলী,
- আলাইয়ারপুর,
- ছয়ানী, রাজগঞ্জ,
- একলাশপুর,
- রসুলপুর,
- হাজীপুর,
- বেগমগঞ্জ,
- মিরওয়ারিশপুর,
- নরোত্তমপুর,
- দুর্গাপুর,
- কুতুবপুর,
সুবর্ণচর
- চর জব্বর,
- চর বাটা,
- পূর্ব চর বাটা
- মোহাম্মদপুর
- চর ক্লার্ক,
- চর ওয়াপদা,
- চর আমানউল্যা,
- চর জুবলী,
সেনবাগ
- ছাতারপাইয়া,
- কেশারপাড়,
- ডুমুরুয়া, কাদরা,
- অর্জুনতলা,
- কাবিলপুর,
- মোহাম্মদপুর,
- নবীপুর
হাতিয়া
- হরণী, চানন্দী,
- সুখচর,
- জাহাজমারা
- নিঝুমদ্বীপ
- নলচিরা,
- চর ঈশ্বর (ভাসানচর ব্যতীত),
- চর কিং,
- তমরদ্দি,
- বুড়িরচর,
- সোনাদিয়া,
নোয়াখালীর জনসংখ্যা
এখানে মিলেমিশে থাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের উপজাতি। ২০১১ সালের পরিসংখ্যান অনুসারে এখানে মোট জনসংখ্যা হচ্ছে ৩৩ লক্ষ ৭০ হাজারের অধিক। তবে এখানে পুরুষ মানুষের সংখ্যা বেশি এবং মহিলা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম। মুসলিম ধর্মের মানুষের সংখ্যা 95 শতাংশের অধিক।
শিক্ষা ব্যবস্থা
এখন আমরা জানবো এক নজরে নোয়াখালীর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং পড়াশোনার মানে দিক থেকেও এগিয়ে রয়েছে। এছাড়া এখানে রয়েছে সরকারি বেসরকারি মিলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে নোয়াখালীর মানুষ সহ বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে পড়াশোনা করতে আসে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান তালিকা সম্পর্কে দেখে নেই।
- বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ১টি
- প্রাথমিক বিদ্যালয় : ১২৪৩টি
- মেডিকেল কলেজ : ১টি (সরকারি)
- মেডিকেল ট্রেনিং স্কুল : ৫টি (১টি সরকারি)
- কৃষি প্রশিক্ষণ কেন্দ্র : ২টি
- নাসিং কলেজ : ৩টি (১টি সরকারি)
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ : ১টি (সরকারি)
- পলিটেকনিক ইনস্টিটিউট :১টি(বেসরকারি)
- মাধ্যমিক বিদ্যালয় : ২৮৯টি (১২টি সরকারি)
- কলেজ : ৩৫টি (৮টি সরকারি)
- মাদ্রাসা : ১৬১টি
- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান : ৫টি
দর্শনীয় স্থান
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলার। এর বিভিন্ন শহরগুলো আধুনিক যেখানে মানুষজন প্রচুর ঘুরতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে পর্যটনের জন্য ঘুরতে আসেন। আসুন এখন আমরা এই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জেনে নেই।
- শাহ আবদুল আজিজ (রঃ) মাজার শরীফ। বারাহীপুর, সদর, নোয়াখালী।
- কমলার দিঘী, হাতিয়া
- গাজী এয়াকুব আলী (রঃ) মাজার শরীফ, সেনবাগ।
- নলুয়া মিঞা বাড়ি জামে মসজিদ, সেনবাগ।
- কেশার পাড় দিঘী,সেনবাগ।
- গ্রীন পার্ক,চাতারপাইয়া বাজার সংলগ্ন, সোনাইমুড়ী।
- নোয়াখালী ড্রীম ওয়ার্ল্ড পার্ক, ধর্মপুর।
- দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া
- মদনমোহন উচ্চ বিদ্যালয়
- নোয়াখালী জেলা জামে মসজিদ[১৯]
- চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ
- কল্যান্দি জমিদার বাড়ি
- অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
- এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ, সোনাপুর।
- কমলা রাণীর দীঘি,
- কল্যান্দী সার্বজনীন দুর্গা মন্দির
- গান্ধি আশ্রম
- নিঝুম দ্বীপ, হাতিয়া
- নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান
- নোয়াখালী জিলা স্কুল
- নোয়াখালী সরকারি কলেজ
- পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী
- ফকির ছাড়ু মিজি (রহ.) সাহেবের দরগাহ, মাইজদী[১৯]
- সোনাইমুড়ী কালিবাড়ী
- শহীদ ভুলু স্টেডিয়াম
- সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
- স্বর্ণ দ্বীপ, হাতিয়া উপজেলা
- নোয়াখালী দেবালয় মাইজদী
- বজরা শাহী মসজিদ
- বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সোনাইমুড়ি
- বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
- বাংলাদেশের প্রাচীণ ঐতিহ্য সুবিশাল আকৃতির সুউচ্চ "মঠ"। দশানী টবগা গ্রাম, চাটখিল, নোয়াখালী।
- পশ্চিম নাটেশ্বর মিয়ন হাজী শাহী জামে মসজিদ সোনাইমুড়ী, নোয়াখালী।
- মহাত্মা গান্ধী জাদুঘর, জয়াগ, সোনাইমুড়ী।
- মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
- ম্যানগ্রোভ বনাঞ্চল, চর বাটা
- মুছাপুর ক্লোজার
- চেয়ারম্যানঘাট, হাতিয়া
- ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি আশ্রম, চৌমুহনী।
- গোয়ালখালী বিচ,মোহাম্মদপুর, সুবর্ণচর।
- চৌমুহনী পৌর পার্ক, আলীপুর, চৌরাস্তা।
- চৌমুহনী পৌর মহাশ্মশান, চৌরাস্তা।
- প্রতাপপুর রাজবাড়ী, সেনবাগ।
- কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, চৌমুহনী।
- মোর্শেদ আলম শাহী জামে মসজিদ সোনাইমুড়ী, নোয়াখালী।
নোয়াখালীর বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
নোয়াখালীকে আরো উন্নত করতে সহযোগিতা করেছে এখানকার কিছু বিখ্যাত ব্যক্তিরা। তাদের মাধ্যমে নোয়াখালী বাংলাদেশ জুড়ে অন্যতম একটি জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। অনেকের হাত ধরে এর অনেক উন্নয়ন হয়েছে যা বর্তমান নোয়াখালী বাসিন্দারা দেখতে পারছে। তাহলে চলুন দেখে নেই এক নজরে নোয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তির তালিকা সম্পর্কে।
- আবদুল মালেক উকিল - আইনজীবী এবং রাজনীতিবিদ
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন - মুক্তিযোদ্ধা।
- সালাহ উদ্দিন কামরান - রাজনীতিবিদ।
- রেজ্জাকুল হায়দার চৌধুরী - রাজনীতিবিদ।
- আমিরুল ইসলাম কামাল - রাজনীতিবিদ।
- আহমদ নজীর - রাজনীতিবিদ।
- এ এস এম এনামুল হক - রাজনীতিবিদ।
- ওয়ালী উল্লাহ - রাজনীতিবিদ
- রফিকুজ্জামান ভূঁইয়া - রাজনীতিবিদ।
- মোহাম্মদ মমিন উল্লাহ - রাজনীতিবিদ।
- মোহাম্মদ ফজলুল আজিম - রাজনীতিবিদ।
- আবু নাসের চৌধুরী - রাজনীতিবিদ।
- কে এম হোসেন - রাজনীতিবিদ।
- মওদুদ আহমেদ - রাজনীতিবিদ
- মামুনুর রশীদ কিরন - রাজনীতিবিদ এবং ব্যবসায়ী
- মালেক আফসারী - চলচ্চিত্র পরিচালক
- মাহফুজ উল্লাহ - লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং পরিবেশবিদ
- ফজলে এলাহী - রাজনীতিবিদ।
- ফরিদুন্নাহার লাইলী - রাজনীতিবিদ।
- বোরহান উদ্দিন - রাজনীতিবিদ।
- মোহাম্মদ ইসমাইল - রাজনীতিবিদ।
- মোস্তাফিজুর রহমান (নোয়াখালীর রাজনীতিবিদ)
- মোহাম্মদ আলী (নোয়াখালীর রাজনীতিবিদ)
- জয়নুল আবদিন ফারুক - রাজনীতিবিদ।
- বরকত উল্লাহ বুলু - রাজনীতিবিদ।
- ফরিদা খানম - রাজনীতিবিদ।
- মো. শাহজাহান (রাজনীতিবিদ)
- মাহমুদুর রহমান বেলায়েত - রাজনীতিবিদ।
- গোলাম মোস্তফা (মুক্তিযোদ্ধা) - বীর প্রতীক
- মোরশেদ আলম - রাজনীতিবিদ, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা
- এম এ হাসেম - রাজনীতিবিদ, পারটেক্স গ্রুপ এর প্রতিষ্ঠাতা
- আবুল খায়ের - আবুল খায়ের গ্রুপ এর প্রতিষ্ঠাতা
- সালাহউদ্দিন আহমেদ - এসএ টিভির প্রতিষ্ঠাতা
- আলী আহমদ - ভাষা সৈনিক, বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌমুহনী কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক
- আতাউর রহমান - টিভি অভিনেতা
- আনিসুল হক (রাজনীতিবিদ) - ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রথম নির্বাচিত মেয়র
- আবদুশ শাকুর - একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক, প্রাবন্ধিক এবং গোলাপ বিশেষজ্ঞ
- নুরুল হক - জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলার সাবেক গভর্নর
- আবদুল হাকিম - মধ্যযুগীয় কবি
- আবু বেলাল মোহাম্মদ শফিউল হক - প্রাক্তন সেনাপ্রধান
- আবুল কালাম আজাদ - বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- আমিনুল হক (অ্যাটর্নি জেনারেল) - প্রাক্তন অ্যাটর্নি জেনারেল
- আর্জুমান্দ বানু - রাজনীতিবিদ
- আহমেদ ইমতিয়াজ বুলবুল - একুশে পদক প্রাপ্ত সঙ্গীত ব্যক্তিত্ব এবং কিশোর বীর মুক্তিযোদ্ধা
- আয়েশা ফেরদাউস - রাজনীতিবিদ
- এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী - স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক
- এ এস এম শাহজাহান - প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা
- এ টি এম শামসুজ্জামান - অভিনেতা
- এইচ এম ইব্রাহিম - রাজনীতিবিদ
- ওবায়দুল কাদের - রাজনীতিবিদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
- কবীর চৌধুরী - শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক।
- নাবিলা ইসলাম:সিনেট সদস্য নির্বাচিত আমেরিকা।
- কামরুল আহসান –- বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত, সরকারের একজন সচিব এবং পূর্বে কানাডা ও সিংগাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
- চিত্তরঞ্জন সাহা - খ্যাতনামা প্রকাশক এবং বাংলা একাডেমী বই মেলার উদ্যোক্তা।
- জহুরুল হক - আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম শহীদ।
- জুয়েনা আজিজ - প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক।
- তবারক হুসাইন - কূটনীতিবিদ।
- প্রণব ভট্ট - গীতিকার এবং ঔপন্যাসিক
- ফারাহ মাহবুব - বিচারপতি।
- ফেরদৌসী মজুমদার - টিভি অভিনেত্রী
- বদরুল হায়দার চৌধুরী - আইনবিদ এবং প্রাক্তন প্রধান বিচারপতি
- মঈন উদ্দিন আহমেদ - প্রাক্তন সেনাপ্রধান
- মাহবুবুর রহমান - রাজনীতিবিদ
- মাহমুদুর রহমান বেলায়েত - মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনীতিবিদ এবং প্রাক্তন সংসদ সদস্য
- মুনীর চৌধুরী - শহীদ বুদ্ধিজীবী
- মোতাহের হোসেন চৌধুরী - শিক্ষাবিদ এবং লেখক
- মোফাজ্জল হায়দার চৌধুরী - শহীদ বুদ্ধিজীবী
- সা’দত হুসেন - বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা
- সিরাজুর রহমান - ব্রিটিশ সাংবাদিক
- সিরাজুল আলম খান - রাজনীতিবিদ
- হবিবুর রহমান - মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী
- মোস্তফা সরওয়ার ফারুকী - চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা
- মোহাম্মদ আবুল বাশার - বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- মোহাম্মদ একরামুল করিম চৌধুরী - রাজনীতিবিদ
- মোহাম্মদ শরীফ - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- কাজী মাহফুজুল হক (মাধু চাচা), রাজনীতিবিদ।
- শবনম বুবলি - চলচ্চিত্র অভিনেত্রী
- শাহাদাত হোসেন চৌধুরী - অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার
এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এক নজরে নোয়াখালী জেলা সম্পর্কে। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024