ইমরান আল মামুন
আপডেট: ১৫:৫২, ১৬ ডিসেম্বর ২০২৩
এক নজরে বগুড়া জেলার ইতিহাস
এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এক নজরে বগুড়া জেলার সম্পর্কে। অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন বগুড়া কিসের জন্য বিখ্যাত এবং এর অন্যান্য বিশেষ সকল সম্পর্কে।
বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি হচ্ছে বগুড়া জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং আধুনিক ছোঁয়ায় আধুনিক শহর রয়েছে এখানে। এখানে রয়েছে বিখ্যাত সকল ব্যক্তি বর্গেরা এবং বিখ্যাত সকল খাবার। প্রতিবছর এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর দর্শনীয় স্থানগুলো ঘুরতে আসে কয়েক লক্ষ মানুষেরা। আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে সে বিষয় সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব।
এক নজরে বগুড়া জেলার ইতিহাস
বগুড়া জেলা মূলত রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলাটি আজকে অথবা বেশ কয়েক বছর আগে নয় অনেক পূর্ব থেকেই গঠিত হয়ে এসেছে। পূর্বে এর নাম ছিল পুন্ড্র বর্ধন। পরবর্তী সময়ে এটি নামকরণ করা হয় বগুড়া নামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি ছিল ৭ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। বগুড়াকে অনেকেই উত্তরবঙ্গের রাজধানী বলে থাকেন কারণ এটি রাজশাহীর মধ্যে অন্যতম একটি বিখ্যাত শহর।
বগুড়া অবস্থান এবং আয়তন
রাজশাহী বিভাগের প্রশাসনিক অঞ্চলভুক্ত একটি জেলা হচ্ছে এই বগুড়া। মূলত করোতোয়া নদীর কল ঘেঁষে রয়েছে এর অবস্থান। জেলাটির উত্তর দিকে অবস্থিত জয়পুরহাট ও গাইবান্ধা, পশ্চিম দিকে রয়েছে নওগাঁ জেলা আর দক্ষিণে রয়েছে সিরাজগঞ্জ এবং যমুনা নদীর জামালপুরের কিছু অংশ। তবে জেলাটির মোট আয়তন হচ্ছে ৬৯ বর্গ কিলোমিটার। তুলনামূলকভাবে অন্যান্য জেলার চেয়ে বেশ ছোট এই জেলাটি। কিন্তু বিভিন্ন কারণে এটি অনেক বিখ্যাত এবং জনপ্রিয়।
বগুড়া জেলার জনসংখ্যা এবং অন্যান্য বিষয়গুলো
২০২২ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী বগুড়া জেলার মোট জনসংখ্যা হচ্ছে প্রায় চার লক্ষ। আর জনসংখ্যা ঘনত্বের পরিমাণ হচ্ছে ৫.৮ বর্গ কিলোমিটার। পুন্ড্র বর্ধন হিসাবে ১২৮০ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়।
দর্শনীয় স্থান
আপনি যদি এক নজরে বগুড়া জেলা সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই এর পর্যটন জায়গা সম্পর্কে জানতে হবে। কারণ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিবছর এখানে ঘোরার জন্য এসে থাকেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে শিক্ষা সফরে আসেন। আসুন আমরা এই দর্শনীয় স্থানগুলো দেখে নেই।
- মহাস্থানগড়
- গোকুল মেধ (বেহুলার বাসরঘর)
- রানার প্লাজা (শপিংমল), বগুড়া সদর।
- পৌরপার্ক [সাতমাথা,বগুড়া]
- হোটেল নাজ গার্ডেন, ছিলিমপুর, বগুড়া সদর
- ভাসু বিহার
- শীলাদেবীর ঘাট
- গোবিন্দভিটা
- প্রেম যমুনার ঘাট (সারিয়াকান্দি)
- রাজা পরশুরামের বাড়ি
- জীয়ত কুণ্ড
- শাহ সুলতান বলখি (রহ.) এর মাজার
- মহাস্থানগড় যাদুঘর
- যোগীর ভবণ
- নুরইল বিল, শেখেরকোলা,বগুড়া
- ভীমের জাঙ্গাল
- খেরুয়া মসজিদ
- নবাব বাড়ি (সাবেক নীল কুঠির)
- বিজয়াঙ্গন যাদুঘর, বগুড়া সেনানিবাস, শাজাহানপুর (মুক্তিযুদ্ধভিত্তিক)
- শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম,
- পল্লী উন্নয়ন একাডেমী, শেরপুর,
- বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ,
- মম-ইন ইকো পার্ক, ঠেঙ্গামারা, বগুড়া সদর
- মম-ইন, ঠেঙ্গামারা, বগুড়া সদর
- পর্যটন মোটেল, বনানী, বগুড়া সদর
- ওয়ান্ডারল্যান্ড পার্ক, বগুড়া সদর
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা বগুড়া জেলার
বগুড়া জেলার উন্নয়নে অনেক বিখ্যাত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবার অনেকের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে পরিচিতি লাভ করেছে এই বগুড়া জেলা। আসুন তাদের নামের তালিকা গুলো আমরা এখন দেখে নেই।
- জিয়াউর রহমান, বীর উত্তম (১৯৩৫-১৯৮১) - বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি
- মাহমুদুর রহমান মান্না - নাগরিক ঐক্যের আহবায়ক
- তৌহিদ হৃদয় (অনূর্ধ্ব - ১৯ ক্রিকেটার)
- প্রফুল্ল চাকী (১৮৮৮-১৯০৮) - ব্রিটিশ বিরোধী আন্দলনের নেতা
- মোহাম্মদ আলী বগুড়া (মৃত্যুঃ ১৯৬৯) - কূটনীতিক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী
- ফরিদুর রেজা সাগর মিডিয়া পরিচালক
- এস এম ফারুক - সাবেক সাংসদ
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) - সাহিত্যিক ও গল্পকার
- গাজীউল হক (১৯২৯-২০০৯) - ভাষা সৈনিক
- অপু বিশ্বাস - বাংলাদেশের অভিনয়শিল্পী।
- এম. আর. আখতার মুকুল (১৯২৯-২০০৪) - লেখক এবং সাংবাদিক
- মনোজ দাশগুপ্ত (১৯৪৯-১৯৯৭) - কবি ও লেখক
- খাদেমুল বাশার, বীর উত্তম (১৯৩৫-১৯৭৬) - মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর সবেক প্রধান
- মুশফিকুর রহিম - বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট দলের সাবেক অধিনায়ক
- রোমেনা আফাজ - সাহিত্যিক
- শফিউল ইসলাম সুহাস - একজন বাংলাদেশী ক্রিকেটার
- এনামুল হক - (একুশে পদক ২০১৪, স্বাধীনতা পদক ২০১৭)
- তারেক রহমান - বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এক নজরে বগুড়া জেলার প্রশাসনিক এলাকা সমূহ
এই জেলাটিতে রয়েছে ছোট বড় অসংখ্য উপজেলা গুলো। যেখানে বগুড়া জেলার মানুষেরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে এবং উন্নয়নমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুযোগ পান। আমরা এখন এই প্রশাসনিক অফিস সমূহ সম্পর্কে জেনে নেই।
- বগুড়া সদর উপজেলা,
- সারিয়াকান্দি উপজেলা,
- দুপচাঁচিয়া উপজেলা,
- শিবগঞ্জ উপজেলা,
- আদমদীঘি উপজেলা,
- সোনাতলা উপজেলা
- শেরপুর উপজেলা,
- নন্দীগ্রাম উপজেলা,
- ধুনট উপজেলা,
- কাহালু উপজেলা,
- গাবতলী উপজেলা,
- শাজাহানপুর উপজেলা,
বগুড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান
আপনারা যদি এক নজরে বগুড়া জেলা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এর শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে। এখানে রয়েছে চালের মতো অসংখ্য সরকারি বেসরকারের শিক্ষা প্রতিষ্ঠান। যেখান থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীরা বের হয় এবং নিজেদেরকে দেশ উন্নয়নের ভূমিকায় নিয়োজিত করে।
- সরকারি শাহ্ সুলতান কলেজ,বগুড়া।
- বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,বগুড়া।
- সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া।
- শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,বগুড়া।
- বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট,বগুড়া।
- বগুড়া জিলা স্কুল,বগুড়া।
- বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া।
- বগুড়া পুলিশ লাইনস হাই স্কুল এবং কলেজ,বগুড়া।
- সরকারী মজিবুর রহমান মহিলা কলেজ,বগুড়া।
- R.D.A. ল্যাবরটরী স্কুল এবং কলেজ,বগুড়া।
- পৌর হাই স্কুল,বগুড়া।
- বগুড়া পৌর টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ,বগুড়া।
- আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজ,মালঞ্চা,কাহালু,বগুড়া।
- আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়,আদমদীঘি,বগুড়া।
- এস ও এস হারম্যান মেইনার বগুড়া।
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বি.এম. কলেজ,বগুড়া।
- কাহালু ডিগ্রী কলেজ,কাহালু,বগুড়া।
- কৈচড় টেকনিক্যাল এ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ,কৈচড়,বগুড়া।
- ফাঁপোর উচ্চ বিদ্যালয়,ফাঁপোর,বগুড়া।
- ফকির উদ্দিন স্কুল ও কলেজ,বগুড়া।
- টি.টি.সি বগুড়া।
- আদর্শ ডিগ্রি কলেজ,বগুড়া।
- পল্লী মঙ্গল হাই স্কুল,বগুড়া।
- ঠেংগামারা আনসার হোসনে আরা নৈশ মহবিদ্যালয়,গোকুল,বগুড়া।
- গভ: কমার্শিয়াল ইনষ্টিটিউট,বগুড়া।
- গাবতলী মহিলা কলেজ,গাবতলী,বগুড়া।
- গাবতলী সরকারী কলেজ,গাবতলী,বগুড়া।
- জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজ,গোদারপারা,বগুড়া।
- তাহেরা টেকনিক্যাল ও বহুভাষী সাটঁলিপি কর্মালিয়াল ইন্সটিটিউট,বগুড়া।
- আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাকলিক স্কুল ও কলেজ,বগুড়া।
- বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়,বগুড়া।
- নসরতপুর ডিগ্রী কলেজ,আদমদিঘি,বগুড়া।
- মডার্ণ টেকনিক্যাল এ্যান্ড বি এম কলেজ,বগুড়া।
- শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ,মথুরা,চাঁদমুহাহাট,বগুড়া।
- নুনগোলা ডিগ্রি কলেজ,বগুড়া।
- বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ,বগুড়া।
- বগুড়া কলেজ,বগুড়া।
- বিয়াম মডেল স্কুল ও কলেজ,বগুড়া।
আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এক নজরে বগুড়া জেলা সম্পর্কে জানলেন। বাংলাদেশের আরও ৬৪ জেলার সম্পর্কে পরিপূর্ণ সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024