ইমরান আল মামুন
এক নজরে রংপুর জেলা
প্রতিটি জেলার মতো আজকে আমরা নিয়ে হাজির হয়েছি এক নজরে রংপুর জেলা সম্পর্কে। বর্তমান সময়ে রংপুর একটি বিভাগ কিন্তু আমরা আজকে এই জেলা সম্পর্কে আলোচনা করব।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের নাম শুনলেই প্রথমে আসে রংপুরের কথা। বিশাল জায়গা দখল করে দক্ষিণ অঞ্চলে অবস্থার করে দিয়েছে এই জেলা। এ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি কারণে রংপুর জেলা বিখ্যাত এবং কি কারনে এত জনপ্রিয় জেলাটি। আসুন তাহলে এ প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয় সম্পর্কেই জেনে নেই এখন।
এক নজরে রংপুর জেলা
একটি নিজস্ব বিভাগ এবং তার অন্তর্ভুক্তই হচ্ছে এই জেলাটি। আর এই জেলাটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৬৯ সালের ১৬ই ডিসেম্বরে। উপজেলার নাম অনুসারে এটি জেলা অন্তর্ভুক্ত করা হয় এবং পরবর্তী সময়ে বিভাগে রূপান্তরিত হয়। জি আই তারের জন্য সবচেয়ে বিখ্যাত অঞ্চল হচ্ছে এই রংপুর। প্রায় ৭০০ বছর ধরে এই ঐতিহ্য বজায় রেখেছে। এ ছাড়া অনেকে বাহের দেশ বলে থাকেন অনেকেই।
রংপুর নামকরণ হয়েছে বেশ কয়েক শত বছর আগেই। এ অঞ্চলের মাটি অনেক উর্বর হওয়ার কারণে এখানে নীল চাষ করা হতো। সেই অনুসারে এর নাম প্রথমে আসে রঙ্গ এরপর তাকে করা হয় রঙ্গপুর। পূর্ববর্তী সময়ে পূর্ব নাম থেকে বর্তমানে নামকরণ করা হয় রংপুর।
রংপুর জেলার আয়তন এবং জনসংখ্যা
অন্যান্য জেলার মতো রংপুর জেলার আয়তন অনেক বেশি এবং এখানে প্রচুর জনসংখ্যা রয়েছে। এই জেলাটির ২০২২ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা হচ্ছে ১০ লক্ষ ৩১ হাজার ৩৮৮ জন। আর এই জেলাটির সর্বমোট আয়তন হচ্ছে ২৩৯ বর্গ কিলোমিটার।
রংপুর জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
জেলাটিতে রয়েছে মোট ৮ টি উপজেলা। এই উপজেলার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ইউনিয়ন। সর্বমোট রংপুর জেলাতে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক এলাকা যেখান থেকে মানুষ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। এই সকল প্রশাসনিক এলাকা সম্পর্কে আমরা জানি।
কাউনিয়া
- সারাই ইউনিয়ন,
- বালাপাড়া ইউনিয়ন,
- টেপামধুপুর ইউনিয়ন
- হারাগাছ ইউনিয়ন,
- কুর্শা ইউনিয়ন,
- শহীদবাগ ইউনিয়ন,
গংগাচড়া
- বেতগাড়ী ইউনিয়ন,
- বড়বিল ইউনিয়ন,
- আলমবিদিতর ইউনিয়ন,
- নোহালী ইউনিয়ন
- কোলকোন্দ ইউনিয়ন,
- লক্ষীটারী ইউনিয়ন,
- গংগাচড়া ইউনিয়ন,
- গজঘণ্টা ইউনিয়ন,
- মর্নেয়া ইউনিয়ন,
তারাগঞ্জ
- আলমপুর ইউনিয়ন
- কুর্শা ইউনিয়ন
- ইকরচালী ইউনিয়ন তারাগঞ্জ
- হাড়িয়ারকুঠি ইউনিয়ন
- সয়ার ইউনিয়ন
পীরগঞ্জ
- ১ নং চৈত্রকোল ইউনিয়ন
- ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন
- ১৩ নং রামনাথপুর ইউনিয়ন
- ১৪ নং চতরা ইউনিয়ন
- ১৫ নং কাবিলপুর ইউনিয়ন
- ৩ নং বড়দরগাহ্ ইউনিয়ন
- ৪ নং কুমেদপুর ইউনিয়ন
- ৫ নং মদনখালী ইউনিয়ন
- ৬ নং টুকুরিয়া ইউনিয়ন
- ৭ নং বড়আলমপুর ইউনিয়ন
- ৮ নং রায়পুর ইউনিয়ন
- ১১ নং পাঁচগাছী ইউনিয়ন
- ১২ নং মিঠিপুর ইউনিয়ন
- ৯ নং পীরগঞ্জ ইউনিয়ন
- ১০ নং শানেরহাট ইউনিয়ন
পীরগাছা
- ১নং কল্যানী ইউনিয়ন;
- ২নং পারুল ইউনিয়ন;
- ৮নং কৈকুড়ী ইউনিয়ন;
- ৯নং কান্দি ইউনিয়ন;
- ৩নং ইটাকুমারী ইউনিয়ন;
- ৪নং অন্নদানগর ইউনিয়ন;
- ৫নং ছাওলা ইউনিয়ন;
- ৭নং পীরগাছা ইউনিয়ন;
- ৬নং তাম্বুলপুর ইউনিয়ন;
বদরগঞ্জ
- ইউনিয়ন - ১০টি,
- মৌজা - ৬৪ টি,
- গ্রাম - ১২০ টি
মিঠাপুকুর
- ১৭ নং ইমাদপুর ইউনিয়ন
- ২ নং রাণীপুকুর ইউনিয়ন
- ৭ নং লতিফপুর ইউনিয়ন
- ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন
- ১ নং খোড়াগাছ ইউনিয়ন
- ১৩ নং গোপালপুর ইউনিয়ন
- ৮ নং চেংমারী ইউনিয়ন
- ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন
- ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন
- ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন
- ১১ নং বড়বালা ইউনিয়ন
- ১২ নং মিলনপুর ইউনিয়ন
- ১৬ নং মির্জাপুর ইউনিয়ন
- ৫ নং বালারহাট ইউনিয়ন
- ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন
- ৪ নং ভাংনী ইউনিয়ন
- ৯ নং ময়েনপুর ইউনিয়ন
রংপুর সদর
- ১নং মমিনপুর
- ৫নং খলেয়া
- ২নং হরিদেবপুর
- ৩নং চন্দনপাট
- ৪নং সদ্যপুস্করণী
রংপুর জেলার বিভিন্ন ধরনের পত্রিকা
যদি এক নজরে রংপুর জেলা সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানকার সংবাদ মাধ্যম সম্পর্কে জানা দরকার। কেননা এই সকল সংবাদ মাধ্যম থেকেই একজন ব্যক্তির রংপুর জেলা সম্পর্কে পরিপূর্ণ সকল তথ্যগুলো পেয়ে যাবেন।
- দাবানল (১৯৮০)
- যুগের আলো (১৯৯২)
- দৈনিক সাইফ
- দৈনিক তিস্তা
- পরিবেশ (১৯৯৪)
- দৈনিক মায়াবাজার, রংপুর (২০১০) ১০ অক্টোবর
- দৈনিক রংপুর (১৯৯৭)
- রঙ্গপুর দর্পণ (১৯০৭)
- রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকা (১৯০৫)
- রঙ্গপুর দিক প্রকাশ (১৮৬১)
- অটল (১৯৯১)
- রংপুর বার্তা (১৯৯৬)
- অবলুপ্ত: রঙ্গপুর বার্তাবহ (১৮৪৭)
- উত্তর বাংলা (১৯৬০)
- প্রভাতী (১৯৫৫)
- সাপ্তাহিক রংপুর (১৯৯৬)
- বজ্রকণ্ঠ (পীরগঞ্জ)
- দৈনিক বায়ান্নর আলো
- দৈনিক আমাদের প্রতিদিন
- দৈনিক আখিরা
- দৈনিক প্রতিদিনের বার্তা
এক নজরে রংপুর জেলার শিক্ষা ব্যবস্থা
একটি জেলা কতটা উন্নত সেটি নির্ভর করে সেখানকার শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। অন্যান্য জেলার মত রংপুর জেলাতে রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যালয়। যেখান থেকে প্রত্যেক বছর হাজার হাজার থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে বেরিয়ে আসে। রংপুর জেলার বিখ্যাত সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে।
- রংপুর জিলা স্কুল
- নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, রংপুর
- আজিজনগর উচ্চ বিদ্যালয়, আলমনগর, রংপুর
- আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয়, রংপুর
- বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ
- তাজহাট উচ্চ বিদ্যালয়,
- কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়,
- রংপুর উচ্চ বিদ্যালয়,
- খটখটিয়া উচ্চ বিদ্যালয়
- মহাব্বত খাঁ উচ্চ বিদ্যালয়
- আদর্শ উচ্চ বিদ্যালয়, আদর্শপাড়া, রংপুর
- আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, রংপুর ,
- রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ,
- মরিয়ম নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়,
- কেরামতিয়া উচ্চ বিদ্যালয়
- বাবু খাঁ উচ্চ বিদ্যালয়
- রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
- বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়, জুম্মাপাড়া রংপুর
- বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
- ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসা
- মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসা
- বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর,
- কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রংপুর,
- সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, রংপুর
- লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর,
- পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর,
- বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, রংপুর,
- বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসা
- বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ,
- বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ
- রংপুর ক্যাডেট কলেজ,
- বেগম রোকেয়া সরকারি মহিলা মেডিকেল কলেজ, (নির্মাণাধিন)
- মাওলানা কেরামত আলী কলেজ, রংপুর,
- কারমাইকেল কলেজ,
- রংপুর সরকারি কলেজ,
- সরকারি বেগম রোকেয়া কলেজ,
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,
- মাহিগঞ্জ কলেজ, রংপুর,
- কালেক্টরেট স্কুল এন্ড কলেজ,
- সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, গুপ্তপাড়া, রংপুর
রংপুর জেলার দর্শনীয় স্থান
একবার হলেও শুনেছেন শিক্ষা সফর থেকে রংপুর যাওয়ার কথা। এ অঞ্চলে রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এবং আধুনিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান। এখানে প্রতি বছর কয়েক লক্ষ শিক্ষার্থী এবং অন্যান্য মানুষজন ঘুরতে আসেন। আমরা এখানে এক নজরে রংপুর জেলার দর্শনীয় স্থান সম্পর্কে।
- কারমাইকেল কলেজ,
- মহিপুর ঘাট,
- কেরামতিয়া মসজিদ ও শাহ কারামত আলী মাজার
- মিঠাপুকুর শালবন
- তাজহাট রাজবাড়ী,
- মন্থনা জমিদার বাড়ি,
- ইটাকুমারী জমিদার বাড়ি,
- ঘাঘট প্রয়াস পার্ক,
- চিকলি বিল ও পার্ক,
- শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি,
- ভিন্ন জগৎ পার্ক,
- রংপুর চিড়িয়াখানা,
- পায়রাবন্দ,
- আনন্দনগর,
- দেবী চৌধুরাণীর পুকুর,
- তিস্তা সড়ক ও রেল সেতু,
রংপুর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
বেগম রোকেয়া থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে এই জেলাতে। যে সকল লোকেরা রংপুরের উন্নয়ন করতে এবং দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে অনেক প্রভাব বিস্তার করেছেন। তাহলে আমরা এক নজরে রংপুর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা দেখে নেই।
- খান বাহাদুর শাহ্ আব্দুর রউফ, সাহিত্যিক ও রাজনীতিবিদ
- হেয়াত মামুদ, মধ্যযুগের কবি
- বেগম রোকেয়া, বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত
- দেবী চৌধুরানী
- মশিউর রহমান যাদু মিয়াঁ - সাবেক প্রধানমন্ত্রী
- আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি
- এম এ ওয়াজেদ মিয়া, খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী
- এ. টি. এম. আজহারুল ইসলাম- ইসলামি রাজনীতিবিদ।
- আনিসুল হক, লেখক, নাট্যকার ও সাংবাদিক
- নাসির হোসেন,বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার
- সানজিদা ইসলাম,বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য
- মোস্তাফিজার রহমান মোস্তফা, মাননীয় মেয়র, রংপুর সিটি কর্পোরেশন
- সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা
- মসিউর রহমান রাঙ্গা , জাতীয় পার্টির মহাসচিব
- টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী
- মোহাম্মদ আমিন (রংপুরের রাজনীতিবিদ)
- কামাল উদ্দিন হায়দার
- রেজাউল আহসান:-সরকারি কর্মকর্তা।
- রহিম উদ্দিন ভরসা
- করিম উদ্দিন ভরসা
- আনিসুল হক চৌধুরী (রংপুরের রাজনীতিবিদ)
- এইচ এন আশিকুর রহমান , রাজনীতিবিদ ও সংসদ সদস্য
- সাজিদুল ইসলাম :ক্রিকেটার
- রবীন্দ্রনাথ মৈত্র, বাঙালি সাহিত্যিক
- মাহবুব আলম, সাহিত্যিক
- রফিকুল হক, ছড়াকার, সাংবাদিক
- আকবর আলী, ক্রিকেটার
- শাহ আবদুর রউফ সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তি
- ময়েন উদ্দিন সরকার, রাজনীতিবিদ।
- মজিবর রহমান (ভাষা সৈনিক)।
- ড.নজরুল ইসলাম রসায়নবিদ ও শিক্ষাবিদ
- রওশন এরশাদ, সাবেক ফার্স্ট লেডি
- জি এম কাদের, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী
- মিসরাত জাহান মৌসুমী, বাংলাদেশী মহিলা ফুটবলার
- মঞ্জু সরকার,ছোটগল্পকার,সাহিত্যিক।
- মোহাম্মদ ইদ্রিস, বাংলাদেশী শিল্পী ও নকশাবিদ
- পাভেল রহমান, আলোক চিত্রে একুশে পদক প্রাপ্ত।
- মোনাজাতউদ্দিন, সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত।
আশা করা যাচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এক নজরে রংপুর জেলা সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পেরেছেন। বগুড়া জেলা সহ আরো অন্যান্য জেলার সকল তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন। এখানে রয়েছে সকল জেলা সম্পর্কে বিখ্যাত সকল তথ্যগুলো।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024