আই নিউজ ডেস্ক
নির্বাচনি ক্যাম্পে গুলি, আওয়ামী লীগ কর্মী নিহত
ছবি- সংগৃহীত
মুন্সীগঞ্জ সদরে গভীর রাতে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে গুলিতে ডালিম সরকার নামের নৌকার এক কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে বুধবার (৩ জানুয়ার) ক্যাম্পটিতে হামলা ও গুলি চালানো হয়।
এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল রাতে মুন্সিকান্দি এলাকায় নিজেদের ক্যাম্পে অবস্থান করছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল ওই ক্যাম্পে এসে হামলা ও গুলি চালান। তাদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন ডালিম নামের একজন। ওই সময় সোহেল নামের অপরজনকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
আহত ব্যক্তিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024