ইমরান আল মামুন
এক নজরে দিনাজপুর জেলা
প্রতিটি জেলার মত এবার আমরা নিয়ে হাজির হয়েছি এক নজরে দিনাজপুর জেলা সম্পর্কে। কারণ দিনাজপুর জেলা অত্যান্ত উন্নয়নশীল এবং প্রাকৃতিক সৌন্দর্য এ ঘেরা একটি জেলা। এই প্রতিবেদনে জেলা সম্পর্কে জানার পাশাপাশি দিনাজপুর জেলায় কিসের জন্য বিখ্যাত সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো।
যদি বাংলাদেশের উত্তরবঙ্গের কথা আসে তাহলে প্রথমে যে নামটি আসে সেটি হচ্ছে দিনাজপুর। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে ঠিক উত্তর দিকে অবস্থান করছে বিশাল এই জেলাটি। যেখানে রয়েছে কয়েক লক্ষ মানুষের বসবাস এবং প্রতিনিয়ত সেখানে যাতায়াত করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা। এখন আমরা এই জেলা সম্পর্কে সকল তথ্যগুলো জেনে নেব।
এক নজরে দিনাজপুর জেলা
দিনাজপুর জেলা রংপুর বিভাগের অধীনস্থ একটি শহর যা সম্পূর্ণ একটি আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের সবচেয়ে বড় শহরদের তালিকার মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এটি। রংপুর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এই শহরটি। অন্যান্য জেলার মতো এই জায়গাটি অত্যন্ত উন্নয়নশীল যার কারণে এটি এ ক্যাটাগরি জেলা হিসেবে উন্নতি লাভ করেছে।
দিনাজপুর জেলার জনসংখ্যা এবং আয়তন
সমগ্র দিনাজপুর জেলায় ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর মোট জনসংখ্যা হচ্ছে ৩৩ লক্ষ ১৫ হাজার ২৩৮ জন। যার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে ১৬ লক্ষ ৬০ হাজার ৯৯৭ জন আর মেয়ের সংখ্যা হচ্ছে ১৬ লক্ষ ৫৪ হাজার ২৪১ জন। জালার মোট আয়তন হচ্ছে ৩৪৪৪.৩৩০ বর্গ কিলোমিটার।
দিনাজপুর জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
দিনাজপুর জেলায় অনেকগুলো প্রশাসনিক অফিস এবং বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে যেগুলো দ্বারা সমগ্র দিনাজপুর জেলাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর এই সকল নিয়ন্ত্রণের মাধ্যমে দিনাজপুরবাসীরা শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পান এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেন। এই জায়গাটিতে মোট ১৩টি উপজেলা রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ইউনিয়ন এবং গ্রাম। আসুন আমরা এই উপজেলার নামগুলো জেনে নেই।
- দিনাজপুর সদর
- হাকিমপুর
- কাহারোল
- নবাবগঞ্জ
- পার্বতীপুর
- বিরল
- বিরামপুর
- খানসামা
- বীরগঞ্জ
- বোচাগঞ্জ
- ফুলবাড়ী
- চিরিরবন্দর
- ঘোড়াঘাট
যদি এক নজরে দিনাজপুর জেলা সম্পর্কে জানতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আরেকটি বিষয় জানতে হবে। বিষয়গুলো হচ্ছে এই অঞ্চলে আরও বেশ কিছু ছোটখাটো প্রতিষ্ঠান এবং অঞ্চলগুলো সম্পর্কের ধারণা। এখন আমরা সে বিসর্জনে নেই নিচে থেকে।
- মোট পৌরসভা রয়েছে ৯ টি
- মোট সিটি কর্পোরেশন ০ টি
- মোট ইউনিয়নের সংখ্যা ১০৩ টি
- মোট গ্রামের সংখ্যা ২১৩১টি
- মোট মৌজার সংখ্যা ১৯২৬ টি
- মোট থানা ১৩ টি
- হাট বাজার সংখ্যা ২৭৩ টি
- মোট নদীর সংখ্যা ১৯টি
দিনাজপুর জেলার শিক্ষা ব্যবস্থাপনা
অন্যান্য দিক থেকে যেমন দিনাজপুর জেলা এগিয়ে রয়েছে ঠিক তেমনভাবে এগিয়ে রয়েছে শিক্ষা ব্যবস্থাপনার দিক থেকে। এই জায়গাটিতে রয়েছে ছোট-বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যেখান থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন। যেমন এখানে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ১৭১৩ টি, এনজিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২৯ টি, মাদ্রাসা রয়েছে ৩৫১ টি এবং মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে ৬১৭ টি। এছাড়া রয়েছে একটি সরকারি পলিটেকনিক সহ আরো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠানসমূহ। আসুন এখন আমরা দেখে নেই দিনাজপুর জেলার সকল সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট
- দিনাজপুর সরকারি কলেজ
- হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ
- হাকিমপুর সরকারি কলেজ
- দিনাজপুর সরকারি সিটি কলেজ
- ফুলবাড়ী সরকারি কলেজ
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- দিনাজপুর মেডিকেল কলেজ
- দিনাজপুর জিলা স্কুল
- ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, খোলাহাটি
- দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
- দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা
- ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা
দিনাজপুরের সকল নদীর নাম
- করতোয়া নদী
- ইছামতি নদী
- তুলসীগঙ্গা নদী
- হারাবতী নদী
- ঢেপা নদী
- খড়খড়িয়া নদী
- ছোট যমুনা নদী
- টাঙ্গন নদী
- ঢেপা নদী
- পুনর্ভবা নদী
- যমুনেশ্বরী নদী
- আখিরা-মাচ্চা নদী
- করতোয়া নিম্ন নদী
- কালা নদী
- গভেশ্বরী নদী
- ঘিরনাই নদী
- চিরি নদী
- আত্রাই নদী
- কাঁকড়া নদী
- কাঁচমতি নদী
- তুলসীগঙ্গা নদী
- নর্ত নদী
- নলশীসা নদী
- পাথরঘাটা নদী
- বেলান নদী
- ভুল্লী নদী
- মাইলা নদী
- রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী
দিনাজপুর জেলার দর্শনীয় স্থান
দিনাজপুর জেলায় যদি আপনি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এক নজরে দিনাজপুর জেলার দর্শনীয় স্থানগুলো দেখে নিবেন। কারণ এখানে রয়েছে অনেকগুলো প্রাকৃতিক এবং কৃত্রিম দর্শনীয় স্থান যেখানে প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক ঘুরতে আসে। চলো তাহলে আমরা এখন দেখে নেই দিনাজপুর জেলার বেশ কিছু দর্শনীয় স্থান।
- আওকরা মসজিদ,
- হাবড়া জমিদার বাড়ি,
- হিলি স্থলবন্দর
- আনন্দ সাগর,
- কোরাই বিল,
- গৌরগোবিন্দ,
- ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি,
- চেহেলগাজী মাজার,
- কান্তনগর মন্দির,
- কালিয়া জীউ মন্দির,
- দিনাজপুর জাদুঘর,
- দিনাজপুর জিলা স্কুল,
- দিনাজপুর রাজবাড়ি,
- নবাবগঞ্জ জাতীয় উদ্যান,
- জিয়া হার্ট ফাউন্ডেশন,
- দিনাজপুর ঈদগাহ ময়দান,
- নয়াবাদ মসজিদ,
- রাবারড্যাম,
- নওপাড়া আদর্শ গ্রাম,
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন,
- বড়পুকুরিয়া কয়লাখনি,
- বারদুয়ারি,
- বিরামপুর জমিদার বাড়ি,
- মাতাসাগর,
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর,
- সিংহ দরওয়াজা,
- সিংড়া জঙ্গল,
- সীতা কুঠুরী,
- রখুনি কান্ত জমিদার বাড়ি,
- রামসাগর,
- রামসাগর জাতীয় উদ্যান,
- রুদ্রপুর দীপশিখা বিদ্যালয়,
- সীতাকোট বিহার,
- সীমান্ত শিখা ক্লাব, হাকিমপুর,
- সুখসাগর,
- স্বপ্নপুরী,
আশা করা যাচ্ছে এ প্রতিবেদনের মাধ্যমে আপনারা এক নজরে দিনাজপুর জেলার সম্পর্কে পরিপূর্ণ সকল তথ্যগুলো পেয়েছেন। আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকার আপডেটের সঙ্গে থাকবেন।
এক নজরে চট্টগ্রাম জেলা
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024