ইমরান আল মামুন
এক নজরে ফরিদপুর জেলা
বাংলাদেশের অন্যতম একটি জেলা ফরিদপুর নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ এক নজরে ফরিদপুর জেলার সম্পর্কে সকল তথ্যগুলো জেনে নেব আমরা এই প্রতিবেদনে।
বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে ফরিদপুর। এটি ঢাকা বিভাগের আওতাধীন এবং প্রায় মধ্যবর্তী স্থানে এতে অবস্থিত। যত দিন যাচ্ছে এই জায়গাটি তত উন্নয়ন হচ্ছে এবং দেশের সেরা জেলা হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছে। জেলাটির ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে আমরা সকল বিষয়গুলো জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। চলুন তাহলে এখন আমরা সরাসরি আলোচনার মূল প্রসঙ্গে চলে যায়।
ফরিদপুর জেলার ভৌগলিক অবস্থান এবং ইতিহাস
এই জেলাটি বাংলাদেশের বৃহত্তম শহরগুলোর মধ্যে ১৪ তম স্থান জায়গা দখল করে রেখেছে। আর এর উন্নয়নের দিক থেকে এ শ্রেণীভুক্ত জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে এটি আজ থেকে শুরু হয়নি বহু বছর আগে থেকে এ জেলার উৎপত্তি হয়েছে। ব্রিটিশ সময় থেকে জেলা হিসাবে পরিচিতি লাভ করে এসেছে। তবে সুলতানি শাসন আমলে ফরিদপুর জেলার অধিকাংশ ফতেহবাদ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এরপর ১৭৮৬ সালে ফরিদপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে। অর্থাৎ পুরাতন যারা তালিকায় নাম লিখেছে। জেলাটির উত্তরে দিকে অবস্থিত মানিকগঞ্জ এবং রাজবাড়ী জেলা, দক্ষিণ দিকে রয়েছে গোপালগঞ্জ জেলা এবং পূর্বে রয়েছে মাদারীপুর এবং ঢাকা জেলা, এছাড়াও সর্বশেষ পশ্চিমে রয়েছে নড়াইল এবং মাগুরা জেলার কিছু অংশ। এটিই হচ্ছে ফরিদপুর জেলার ভৌগলিক অবস্থান।
ফরিদপুর জেলার প্রশাসনিক এলাকা এবং অফিস সমূহ
একটি জেলা কতটা শান্তিপূর্ণভাবে চলমান থাকে সেটি নির্ভর করে ওই অঞ্চলের প্রশাসনিক এলাকা সমূহের উপর। আসুন আমরা দেখেনে এক নজরে ফরিদপুর জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ যেখানে মানুষ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে এবং সুযোগ-সুবিধা নিয়ে থাকে।
ফরিদপুরের সকল উপজেলা এবং ইউনিয়নসমূহ
ফরিদপুর সদর উপজেলা
- ঈশান গোপালপুর ইউনিয়ন
- কৈজুরী ইউনিয়ন
- গেরদা ইউনিয়ন
- চরমাধবদিয়া ইউনিয়ন
- নর্থচ্যানেল ইউনিয়ন
- আলিয়াবাদ ইউনিয়ন
- ডিক্রীরচর ইউনিয়ন
- কৃষ্ণনগর ইউনিয়ন
- কানাইপুর ইউনিয়ন
- মাচ্চর ইউনিয়ন
- অম্বিকাপুর ইউনিয়ন
বোয়ালমারী উপজেলা
- ঘোষপুর ইউনিয়ন
- গুনবহা ইউনিয়ন
- ময়না ইউনিয়ন
- সাতৈর ইউনিয়ন
- চাঁদপুর ইউনিয়ন
- দাদপুর ইউনিয়ন
- বোয়ালমারী ইউনিয়ন
- শেখর ইউনিয়ন
- রূপাপাত ইউনিয়ন
- চতুল ইউনিয়ন
- পরমেশ্বরদী ইউনিয়ন
আলফাডাঙ্গা উপজেলা
- বুড়াইচ ইউনিয়ন
- বানা ইউনিয়ন
- আলফাডাঙ্গা ইউনিয়ন
- গোপালপুর ইউনিয়ন, আলফাডাঙ্গা
- পাঁচুরিয়া ইউনিয়ন
- টগরবন্দ ইউনিয়ন
মধুখালী উপজেলা
- গাজনা ইউনিয়ন
- কোড়কদী ইউনিয়ন
- কামালদিয়া ইউনিয়ন
- নওপাড়া ইউনিয়ন, মধুখালী
- বাগাট ইউনিয়ন
- মেগচামী ইউনিয়ন
- ডুমাইন ইউনিয়ন
- কামারখালী ইউনিয়ন
- জাহাপুর ইউনিয়ন, মধুখালী
- রায়পুর ইউনিয়ন, মধুখালী
- আড়পাড়া ইউনিয়ন, মধুখালী
ভাঙ্গা উপজেলা
- মানিকদহ ইউনিয়ন
- চুমুরদী ইউনিয়ন
- আলগী ইউনিয়ন
- হামিরদী ইউনিয়ন
- নুরুল্যাগঞ্জ ইউনিয়ন
- চান্দ্রা ইউনিয়ন, ভাঙ্গা
- কালামৃধা ইউনিয়ন
- ঘারুয়া ইউনিয়ন
- কাউলিবেড়া ইউনিয়ন
- আজিমনগর ইউনিয়ন, ভাঙ্গা
- তুজারপুর ইউনিয়ন
- নাছিরাবাদ ইউনিয়ন
নগরকান্দা উপজেলা
- চরযশোরদী ইউনিয়ন
- ডাঙ্গী ইউনিয়ন
- লস্করদিয়া ইউনিয়ন
- পুরাপাড়া ইউনিয়ন
- কোদালিয়া শহীদনগর ইউনিয়ন
- কাইচাইল ইউনিয়ন
- ফুলসুতি ইউনিয়ন
- রামনগর ইউনিয়ন, নগরকান্দা
- তালমা ইউনিয়ন
চরভদ্রাসন উপজেলা
- চরভদ্রাসন ইউনিয়ন
- চরঝাউকান্দা ইউনিয়ন
- চরহরিরামপুর ইউনিয়ন
- গাজিরটেক ইউনিয়ন
সদরপুর উপজেলা
- চর বিষ্ণুপুর ইউনিয়ন
- চর মানাইর ইউনিয়ন
- ঢেউখালী ইউনিয়ন
- আকটেরচর ইউনিয়ন
- ভাষাণচর ইউনিয়ন, সদরপুর
- কৃষ্ণপুর ইউনিয়ন, সদরপুর
- নারিকেলবাড়িয়া ইউনিয়ন, সদরপুর
- চর নাছিরপুর ইউনিয়ন
- সদরপুর ইউনিয়ন, সদরপুর
সালথা উপজেলা
- ভাওয়াল ইউনিয়ন
- রামকান্তপুর ইউনিয়ন
- সোনাপুর ইউনিয়ন
- আটঘর ইউনিয়ন
- মাঝারদিয়া ইউনিয়ন
- বল্লভদী ইউনিয়ন
- গট্টি ইউনিয়ন
- যদুনন্দী ইউনিয়ন
ফরিদপুর জেলার জনসংখ্যা এবং আয়তন
যদি কোন নির্দিষ্ট জেলা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সে জেলার আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে অবশ্যই জানা দরকার। এখন আমরা এক নজরে ফরিদপুর জেলার এ সকল তথ্যগুলো সম্পর্কে জানব। ফরিদপুর জেলার মোট আয়তন হচ্ছে ২০৭২. ৭২ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এখানে মোট জনসংখ্যা রয়েছে ১৯ লক্ষ ১২ হাজার ৯৬৯ জন। যার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে ৯ লক্ষ ৬৩ হাজার ৫২৯ জন আর মহিলার সংখ্যা হচ্ছে ৯ লক্ষ ৪৯ হাজার ৪৪০ জন। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাসরত জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ৯২০ জন।
ফরিদপুর জেলার দর্শনীয় স্থান
প্রত্যেক বছর ফরিদপুরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসেন এবং অনেক মানুষ ভ্রমণের জন্য এসে থাকেন। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ দৃশ্য এবং মানুষের তৈরি করা কৃত্রিম সকল জায়গা গুলো। যা প্রতি বছর মানুষকে এখানে টেনে আনতে বাধ্য করে এর সৌন্দর্যগুলো। এরকম সেরা দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জেনে নেই এখন।
- রাজাপুর নবাববাড়ি (নবাব আব্দুল লতিফের বাড়ি)।
- বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও পাঠাগার।
- শ্রীধাম শ্রীঅঙ্গন (হিন্দু মন্দির)।
- নদী গবেষণা ইন্সটিটিউট।
- ধলার মোড় (পদ্মার পাড়)।
- সরকারি রাজেন্দ্র কলেজ।
- পদ্মা নদীর বাঁধ।
- পল্লিকবি জসীম উদ্দীনের বাড়ি ও জাদুঘর।
ফরিদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাপনা
যদি এক নজরে ফরিদপুর জেলা সম্পর্কে জানতে চাই কেউ তাহলে তাকে অবশ্যই এর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। একটি জেলা কতটা উন্নত তার অনেক নির্ভর করে সেই জেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাপনার উপরে। আসুন দেখি ফরিদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে।
- সরকারী কলেজ: ১৩টি
- মাদ্রাসা: ১৪১টি
- কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ৯টি
- বেসরকারী কলেজ: ৩১টি
- সরকারী উচ্চ বিদ্যালয়: ৬টি
- বেসরকারী উচ্চ বিদ্যালয়: ১৮৯টি
- মেডিকাল কলেজ: ২টি
- জুনিয়র হাই স্কুল: ৫২টি
সেরা শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুরের মধ্যে
- সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সদর
- বঙ্গবন্ধু সরকারি কলেজ, বোয়ালমারী, ফরিদপুর
- কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী, ফরিদপুর
- ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর সদর
- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর সদর
- ফরিদপুর জিলা স্কুল
- সরকারি ইয়াছিন কলেজ,ফরিদপুর
- সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর
- ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট
- বাইশ রশি শিব সুন্দরী একাডেমি, সদরপুর
- বোয়ালমারী সরকারি কলেজ, বোয়ালমারী, ফরিদপুর
- সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালি, ফরিদপুর
ফরিদপুর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এই অঞ্চলে রয়েছে সকল বিখ্যাত ব্যক্তিরা যেমন রয়েছেন পল্লীকবি জসীমউদ্দীন। অনেক বিভিন্ন ক্যাটাগরির বিখ্যাত লোকেরা রয়েছে যারা ফরিদপুরকে উন্নয়ন করেছে এবং দেশের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করেছেন। এখন আমরা এই বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা সম্পর্কে জানব।
- শামসুল হক ফরিদপুরী, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব,লেখক ও গবেষক
- ঈশানচন্দ্র সরকার
- কানাইলাল শীল, সংগীতবিদ
- খন্দকার নাজমুল হুদা
- খান বাহাদুর আবদুল গফুর নাসসাখ
- পরিমল গোস্বামী
- জাহানারা আহমেদ
- অম্বিকাচরণ মজুমদার, সাবেক সভাপতি, জাতীয় কংগ্রেস
- আবদুল হক ফরিদী, শিক্ষাবিদ
- আছাদুজ্জামান মিয়া
- আ. ন. ম. বজলুর রশীদ
- নুরুল মোমেন নাট্যকার
- সুফিয়া আহমেদ
- মনোরঞ্জন ভট্টাচার্য, বিপ্লবী
- এম এ হক (কবি), সাহিত্যিক
- এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির জনক
- শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী
- হাজী শরীয়তুল্লাহ, ফরায়েজি আন্দোলনের নেতা
- আলী আহসান মুহাম্মদ মুজাহিদ রাজনীতিবিদ
- মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ
- মোহাম্মদ ইব্রাহিম (বিচারপতি)
- নবাব আবদুল লতীফ, সমাজ সংস্কারক
- আলাওল, মধ্যযুগের কবি
- জসীম উদ্দিন, পল্লিকবি
- কুটি মনসুর, গীতিকার
- মোহিনী চৌধুরী, গীতিকার ও চিত্র পরিচালক
- বিবেকানন্দ মুখোপাধ্যায়, সাংবাদিক,
- কাজী মোতাহার হোসেন, বিখ্যাত লেখক, বিজ্ঞানী
- গৌরীপ্রসন্ন মজুমদার
- শৈলেশ দে
- সৈয়দ আব্দুর রব, সাংবাদিক
- রামতারণ সান্যাল
- হিমানীশ গোস্বামী, লেখক
- শোভা সেন, অভিনেত্রী
- শামসুদ্দীন মোল্লা
- বনলতা সেন (চক্রবর্তী)
- মনমোহন ভাদুড়ী, স্বাধীনতা সংগ্রামী ও আজাদ হিন্দ ফৌজ সংগঠক
- সুরেশচন্দ্র দে, স্বাধীনতা সংগ্রামী, অধ্যাপক
- হুমায়ুন কবির, শিক্ষাবিদ
- মৃণাল সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক
- তারেক মাসুদ, চলচ্চিত্রকার
- শরৎচন্দ্র রায়চৌধুরী, স্বাধীনতা সংগ্রামী ও ফরিদপুর জেলা কংগ্রেস সভাপতি
- সুনীল গঙ্গোপাধ্যায়, ঔপন্যাসিক, কবি
- নরেন্দ্রনাথ মিত্র, ঔপন্যাসিক
- রবীন্দ্রনাথ মৈত্র, বাঙালি সাহিত্যিক
- সিরাজ শিকদার, নক্সাল আন্দোলনকারী নেতা
- অমিতাভ দাশগুপ্ত, কবি
- যতীন্দ্রমোহন সিংহ, বাঙালি ঔপন্যাসিক
- রাধাবল্লভ গোপ, স্বাধীনতা সংগ্রামী, পদ্মভূষণ প্রাপ্ত
- হাবীবুল্লাহ সিরাজী, বাংলা একাডেমি এর সম্মানিত সভাপতি
- খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য
- সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদ সদস্য, সংসদ উপনেতা
- চিত্তপ্রিয় রায়চৌধুরী, বৃটিশবিরোধী স্বাধীনতাকামী শহিদ
- আবু ইসহাক, বিখ্যাত সাহিত্যিক
- মুসা বিন শমসের, বাংলাদেশের শীর্ষ ধনী
- সুকান্ত ভট্টাচার্য, ক্ষনজন্মা প্রতিভাবান বাঙালী কবি
- মীর মোশাররফ হোসেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক
- কাজী দীন মোহাম্মদ, চিকিৎসক
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বাংলাদেশের প্রথম ফার্স্টলেডী
- কাজী আনোয়ার হোসেন,একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী
- মহেন্দ্র গুপ্ত
- রিয়াজ, চিত্রনায়ক
- চম্পা, চিত্রনায়িকা
- ফরিদা আনোয়ার
- ফণী মজুমদার, চিত্র পরিচালক
- অমল বোস, নানা নাতি চরিত্রখ্যাত অভিনেতা
- ফজলুর রহমান বাবু, অভিনেতা
- পাওলি দাম, চিত্রনায়িকা
- প্রেমাঙ্কুর আতর্থী
- কে এম সোবহান
প্রতিবেদনে আপনারা এক নজরে ফরিদপুর জেলা সম্পর্কে জানলেন। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকার সারা বাংলা খবর পড়ুন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024