ইমরান আল মামুন
এক নজরে নড়াইল জেলা
প্রতিটি জেলার মত আজকে আমরা আলোচনা করব এক নজরে নড়াইল জেলা সম্পর্কে। এই প্রতিবেদনে আরো জানতে পারবেন নড়াইল জেলা কিসের জন্য বিখ্যাত এবং এই অঞ্চলের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে।
বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে নড়াইল। এখানে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরার ঠিক তেমনভাবে রয়েছে মানুষের তৈরি কৃত্রিম সকল শহরগুলো। যা দেখাই মাত্র আপনাকে আকর্ষণ করে তুলবে এই অঞ্চলে ঘুরে আসার জন্য। প্রতিবেদনে আমরা সেই সকল বিষয় সম্পর্কে জানব যা জানলে আপনারা পুরা নড়াইল জেলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন।
নড়াইল জেলার ইতিহাস এবং ভৌগোলিক অবস্থান
মূলত এই জায়গাটি হচ্ছে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের একটি অংশ। ১৮৬১ সালে যশোর জেলার একটি অধীনস্থ মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল নড়াইল। এরপর ১৯৮৪ সালে মহাকুমা থেকে জেলায় প্রতিষ্ঠা করা হয় এটিকে আর এরপর থেকে সারা বাংলাদেশের জেলা হিসেবে পরিচিত লাভ করেছে। এছাড়াও এর রয়েছে নামকরণের ব্যাপক বড় একটি ইতিহাস। মুক্তিযুদ্ধকালীন অবস্থায় এখানে থেকে প্রায় দুই হাজার জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বীর শ্রেষ্ঠদের তালিকায় নূর মোহাম্মদ এই জন্মগ্রহণ করেন। এখানে অবস্থিত লঞ্চ ঘাটের পল্টনের ওপর ২৮০০ লোককে নিয়ে শৃঙ্খভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনীরা। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এই এ জেলার মানুষেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যার সারা বাংলার মানুষ তাদের কাছে চির কৃতজ্ঞ।
নড়াইল জেলার পশ্চিম দিকে অবস্থিত যশোর জেলার কিছু অংশ এবং উত্তর দিকে অবস্থিত মাগুরা জেলার অংশ। পূর্ব দিকে অবস্থিত ফরিদপুর জেলা এবং গোপালপুর জেলার কিছু অংশ আর অন্যদিকে দক্ষিণদিকে রয়েছে বাগেরহাটের, বেশ বিস্তৃতি।
জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এক নজরে নড়াইল জেলার সম্পর্কে জানতে হলে অবশ্যই এর প্রশাসনিক অঞ্চলসমূহ সম্পর্কে জানতে হবে। কারণ এই অঞ্চলগুলো দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে নড়াইল জেলা। আসেন আমরা এখন দেখে নেই এখানে কয়টি জেলা রয়েছে এবং জেলাগুলোতে ইউনিয়নের নাম গুলো সহ সকল তথ্যগুলো।
নড়াইল সদর উপজেলা
- মাইজপাড়া ইউনিয়ন
- বাঁশগ্রাম ইউনিয়ন
- বিছালী ইউনিয়ন
- মুলিয়া ইউনিয়ন
- হবখালি ইউনিয়ন
- চন্ডিবরপুর ইউনিয়ন
- আউড়িয়া ইউনিয়ন
- শাহাবাদ ইউনিয়ন
- সিঙ্গাশোলপুর ইউনিয়ন
- ভদ্রবিলা ইউনিয়ন
- তুলারামপুর ইউনিয়ন
- শেখহাটী ইউনিয়ন
- কলোড়া ইউনিয়ন
লোহাগড়া উপজেলা
- নলদী ইউনিয়ন
- লাহুড়িয়া ইউনিয়ন
- ইতনা ইউনিয়ন
- কাশিপুর ইউনিয়ন
- শালনগর ইউনিয়ন
- নোয়াগ্রাম ইউনিয়ন
- মল্লিকপুর ইউনিয়ন
- কোটাকোল ইউনিয়ন
- লক্ষীপাশা ইউনিয়ন
- জয়পুর ইউনিয়ন, লোহাগড়া
- লোহাগড়া ইউনিয়ন
- দিঘলিয়া ইউনিয়ন
কালিয়া উপজেলা
- বাবরা হাচলা ইউনিয়ন
- বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন
- পাঁচগ্রাম ইউনিয়ন
- পুরুলিয়া ইউনিয়ন
- হামিদপুর ইউনিয়ন
- মাউলী ইউনিয়ন
- সালামাবাদ ইউনিয়ন
- খাশিয়াল ইউনিয়ন
- জয়নগর ইউনিয়ন, কালিয়া
- পেড়লী ইউনিয়ন
- চাঁচুড়ী ইউনিয়ন
- কলাবাড়ীয়া ইউনিয়ন
- বাঐসোনা ইউনিয়ন
- পহরডাঙ্গা ইউনিয়ন
নড়াগাতী থানা
- জয়নগর ইউনিয়ন
- পহরডাঙ্গা ইউনিয়ন
- মাউলী ইউনিয়ন
- খাশিয়াল ইউনিয়ন
- কলাবাড়ীয়া ইউনিয়ন
- বাঐসোনা ইউনিয়ন
নড়াইলের মোট জনসংখ্যা এবং আয়তন
আয়তনের দিক থেকে তেমন একটি বড় নয় এ জেলা। এর মোট আয়তন হচ্ছে ৯৯০.২৩ বর্গ কিলোমিটার। আর ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে 7 লক্ষ 88 হাজার 673 জন। আর প্রতি বর্গ কিলোমিটারে বসবাসরত জনসংখ্যার ঘনত্বের হার হচ্ছে ৮০০ জন। এখানে মোট সাক্ষরতার হার হচ্ছে 74.53 শতাংশ।
নড়াইল জেলার সাক্ষরতার হার এবং শিক্ষা প্রতিষ্ঠান
জালের মতো ছড়িয়ে ছিটে রয়েছে এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। যেমন রয়েছে সরকারি বা সরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে অন্যান্য জেলার তুলনায় এখানে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই জ্বালার মোট সাক্ষরতার হার হচ্ছে 74.53 শতাংশ। এখানে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তা নিচে দেওয়া হল।
- কলেজ ১৭টি,
- কারিগরি কলেজ ১টি,
- জুনিয়র হাইস্কুল ২২টি,
- মাদ্রাসা ৮৫টি,
- উচ্চ বিদ্যালয় ৯৪টি,
- মক্তব ১৬০টি,
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৮৭টি,
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭১টি,
- আর্ট স্কুল ১টি,
- বৃত্তিমূলক স্কুল ১টি,
- কারিগরি স্কুল ৩টি,
- অন্ধদের স্কুল ১টি,
- কমিউনিটি স্কুল ৬টি
- স্যাটেলাইট স্কুল ১৯টি
নড়াইল জেলার দর্শনীয় স্থান
অন্যান্য জানার মত এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ সকল ধরনের স্থানগুলো। ঠিক তেমনভাবে রয়েছে মানুষের তৈরি কৃত্রিম কিছু পারে যেখানে প্রবেশ করা মাত্রই আপনার মনকে শান্ত এবং সতেজ করে তুলবে। আসুন আমরা দেখে নেই এক নজরে নড়াইল জেলার দর্শনীয় স্থানগুলো।
- এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়
- গোয়াল বাথান গ্রামের মসজিদ (১৬৫৪),
- কদমতলা মসজিদ,
- নলদীতে গাজীর দরগা,
- উজিরপুরে রাজা কেশব রায়ের বাড়ী,
- জোড় বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির,
- লক্ষ্মীপাশায় কালিবাড়ী,
- নিশিনাথতলা
- মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল সেতু,
- আঠারো বাকি নদীর তীরবর্তী দৃশ্য
- চিত্রা রিসোর্ট
- নিরিবিলি পিকনিক স্পট
- স্বপ্নবিথী
- অমৃত নগর কাচারী বাড়ি (নড়াগাতী)
- শ্রী শ্রী গঙ্গাধর পাগলা ঠাকুরের আশ্রম (দেবদুন, নড়াগাতী)
- উইলিয়াম ফোর্ট খাল
- অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব
- বাঁধাঘাট
- নড়াইল জমিদার বাড়ি
- হাটবাড়িয়া জমিদার বাড়ি
- ভিক্টোরিয়া কলেজ
- চিত্রা নদী
- হাটবাড়িয়া জমিদার বাড়ি পার্ক
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এখানে রয়েছে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা সহ বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা। যারা দেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দেশের উন্নয়নে এখন পর্যন্ত ভূমিকা পালন করছে। আসুন আমরা তাদের তালিকা নিচে থেকে দেখি।
- মাসরুর-উল-হক সিদ্দিকী:-বীর উত্তম
- নূর মোহাম্মদ শেখ-বীরশ্রেষ্ঠ,
- শরীফ খসরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা (নড়াইল মুজিব বাহিনীর কমান্ডার)
- হেমন্ত সরকার
- বীর উত্তম মুজিবর রহমান
- মাশরাফি বিন মর্তুজা - সাবেক অধিনায়ক,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- ড.রথীন্দ্রনাথ বোস-রসায়নবিদ
- কবিয়াল বিজয় সরকার-বিখ্যাত কবিগান গায়ক,
- সৈয়দ নওশের আলী- ফজলুল হক মন্ত্রী সভার মন্ত্রী,
- অমল সেন-তেভাগা আন্দোলনের প্রাধান নেতা,
- এস এম সুলতান-বিখ্যাত চিত্রশিল্পী
- ডাঃ নীহার রঞ্জন গুপ্ত-প্রায় ৫০টি উপন্যাসের লেখক,
- কমলদাশগুপ্ত- নজরুল সঙ্গীত শিল্পী
- শেখ আব্দুস সালাম- সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধীজীবি,
- অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন––কুয়েটের উপাচার্য।
- আবদুল জলিল শিকদার
আমরা এই প্রতিবেদনে এক নজরে নড়াইল জেলা সম্পর্কে জানলাম। অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখুন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024